রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

Windows Repair অল ইন ওয়ান (৩ মেগা-পোর্টেবল)

উইন্ডোজের রোগ নির্নয় এবং তার সঠিক চিকিৎসা প্রদানের জন্য নিয়ে এলাম Windows Repair । উইন্ডোজের এর বিভিন্নি ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এক নিমিষেই।
চারটি সাধারন স্টেপেই বিভিন্ন ধরনের ইরর ফিক্স করতে পারবেন। ড্যামেজ সিষ্টেম ফাইল চেক করা ছাড়াও রিষ্টোর পয়েন্ট তৈরি করতে পারবেন।

ইহার বৈশিষ্ট্য সমূহ >
Reset Registry Permissions
Reset File Permissions
Register System Files
Repair WMI
Repair Windows Firewall
Repair Internet Explorer
Repair MDAC & MS Jet
Repair Hosts File
Remove Policies Set By Infections
Repair Icons
Repair Winsock & DNS Cache
Remove Temp Files
Repair Proxy Settings
Unhide Non System Files
Repair Windows Updates
উপরের এগুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য রয়েছে। যা কাজের ক্ষেত্রেই প্রমান পাওয়া যাবে।

ডাউনলোড লিংক http://www.mediafire.com/?a48i16f2ihawbfm

এটা তিন মেগাবাইটের পোর্টেবল সফ্টওয়্যার । তাই ইনষ্টল করার প্রয়োজন হবে না। শুধু এক্সট্রাক্ট করে নিলেই হবে।
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।






IDM 7.1 (latest) Full Version টি প্রয়োজন থাকলে ডাউনলোড করে নিন!!!!

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
নিজে নামাজ পড়ুন, অন্যকে নামায পড়তে উতসাহ দিন।
আমরা যারা নেট ইউজ করি তাদের মধ্যে মনে হয় এমন লোক খুজে পাওয়া যাবে না যিনি IDM ব্যবহার করেন না। তবে এটি ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর Registration . এর রেজি: করতে গেলে কত যে ঝামেলা। অনেকে Patch, Crack, Serial খুজতে খুজতেই মূল্যবান এম.বি নষ্ট করে ফেলি অনেকটুকুই। এইতো সেইদিন আমার পিসির পার্টিশন ব্রেক করার পর IDM সহ অনেক সফটই হারিয়ে ফেলি। তখন থেকেই ফুল ভার্সন খুজতে খুজতে আমার বারটা বেজে ছিল। তবে অনেক জায়গায়ই পেয়েছি কিন্তু তা ছিল Patch বা Crack যা ব্যবহার করলে কিছুক্ষণ পরই আবার IDM বলে আপনি ফ্যাক সিরিয়াল ব্যবহার করেছেন। ওহ কি যে যন্ত্রনা।তাই খুজতে খুজতে একজায়গায় পেয়ে গেলাম IDM 7.1 (latest) Ful Version. যেটিতে না প্রয়োজন কোন Patch, Crack বা Serial. এখন এটি ব্যবহার করছি। খুবই মজা পাচ্ছি। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক। যে যে প্রয়োজন মনে করেন ইচ্ছা হলে ডাউনলোড করে নিতে পারেন।
সেটআপ করবেন যেভাবে:
* ডাউনলোড হয়ে গেলে জিপ ফাইলটি রাইট বাটন ক্লিক করে Explore করুন।
* এবার ডাবল ক্লিক করলেই পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হচ্ছে: Bangladesh
* এবার একটি .rar ফইল পাবেন। এটিকে এক্সট্রাক্ট করুন WinRAR বা  7zip দিয়ে।
*এখন আর দশটি সফট এর মতই সেটআপ করে নিন। (আগেই বলেছি কোন Patch, Crack, Serial এর দরকার নেই)।
যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন।( খুবই কাজের সফটওয়্যার)
“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)
“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
আজ আর নয়। কষ্ট করে পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
ভাই আমি যে আপনারই মত একজন মানুষ তাই আমারওতো ভূল-ত্রূটিত থাকতেই পারে।
[আল্লাহ হাফেজ]





দক্ষ এডিটরের মত নিজের ছবি দিয়ে নিজেই বিভিন্ন স্টাইলে বানিয়ে ফেলুন HD মিউজিক ভিডিও এর সিডি ডিভিডি, ( সফটওয়্যার + সিরিয়াল সহ )

আচ্ছালামু আলাইকুম,
সকল প্রশংসা মহান প্রভুর নামে
আশা করি সবাই ভাল আছেন এবং আমি ও ভাল আছি আমার জন্য দোয়া
করবেন,আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি দারুন এবং সহজ অপারেটিং
যোগ্য সফ্টওয়্যার তার নাম হল এ্যালবাম মেকার গোল্ড,আমরা অনেকেই শখের বসে
ফটো তুলে রাখি যেমন কোন বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে/নতুন কোন জায়গায় গেলে,
এবং ছবি গুল যদি নিজের কাছে আকর্ষণীয় লাগে তখন মনে মনে স্বাদ জাগে যে এই
গুলো দিয়ে যদি একটা এ্যালবাম বানাতে পারতাম,তখন আমরা শরণাপন্ন
হই কোন স্টুডিও এর,এবং সেখানে সে তার নিজের খুশিমতো কাজ করে দে,আপনার
পছন্দ হউক বা না হউক,কি আর করা দুধের স্বাদ ঘোলে মিঠানো আর
কি,আমার কাছে এই সফ্টওয়্যার টি অনেক আগে থেকেই সংগ্রহে ছিল,এবং এটি
আমার প্রিয় একটি সফ্টওয়্যার,আজকে হঠাৎ খেয়াল হল তাই আপনাদের কে
শেয়ার করছি,এই সফ্টওয়্যার এর মাজে আপনি অনেক ধরনের স্টাইল পাবেন
টেক্সট এবং ফটো তে ব্যাবহার করার জন্য।আমি আপনাদের কে হাল্কা আইডিয়া
দিয়ে যাচ্ছি আশা করি এই আইডিয়া থেকে আন্দাজ করে কাজ করতে পারবেন
যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, যে দিকটা আপনি করতে পারছেন না
সব মিলিয়ে একবারে লিখবেন আমি উত্তর করতে চেষ্টা করবো।
এবং আপনি যদি হ্যান্ডসেট দিয়ে ক্যাপচার করা ফটো দিয়ে ভিডিও বানাতে চান
তাহলে আপনার হ্যান্ডসেট ক্যামেরার ফটো কোয়ালিটি কেমন সেটা অবশ্যই
দেখে নিবেন,কম্পিউটার থেকে জুম করে,কারন আপনি যদি বাজার দর এর
ক্যামেরা দিয়ে সিডি বা ডিভিডি বানান আর সেটা যদি ক্লিয়ার না দেখতে পান
তার জন্য আমি দায়ী নই,তাই আগে থেকে ইংগিত দিয়ে দিলাম।
যারা সনি এরিকসন ব্যাবহার করেন তাদের ক্যামেরা যদি ২.৫ মেগা পিক্সেল ও
হয়ে থাকে সে ক্ষেএে আপনার হ্যান্ডসেট ই যতেস্ট,কারন সনি এরিকসন
হল বিশ্ব বিখ্যাত শুধুমাত্র ফটো এবং ভিডিও এর জন্য,অন্য সেট এর বিষয়ে
আইডিয়া দিতে পারলাম না বলে দুঃখিত,আর যারা মুভি ক্যামেরা দিয়ে নিবেন
তাদের ভিডিও কোয়ালিটি ও খুবি ভাল মানের পাবেন,এবং কেউ বুজতে ও
পারবেনা আপনি যে এই এ্যালবাম মেকার এর গুরু,আলাপ চারিতা অনেক হল।
এবার দেখুন স্কিন সর্ট গুলো


সফটওয়্যার ইন্সটল শেষে Album Photo এর নিছে +Add এ ক্লিক করুন এবং আপনার
ছবি/ফটো এ্যাড করুন,এবং এতে কোন বিদি নিষেধ নেই আপনার,যে কয়টা ছবি আছে
এ্যাড করুন।

এবার, আপনি ছবির জন্য বেক গ্রাউন্ড মিউজিক এ্যাড করুন,এবং ক্লিক করুন Transition
& Music এ এবং মিউজিক এ্যাড করে নিন,এবার লক্ষ্য করুন আপনার মিউজিক টি কত সময়
পর্যন্ত ছলবে, আমার এ্যারো মার্ক এর প্রতি খেয়াল করুন,Audio Duration বলছে ৩মিনিট
৪৮সেকেন্ড,এবং Slide show Duration
ফটো চলবে ১মিনিট ৫২ সেকেন্ড তাহলে কি মেছিং হল?? না হল না,এখন মেছিং করতে হবে
,কারন আপনার মিউজিক থেকে জাবে,বাট ছবি ডিসপ্লে বন্দ হয়ে যাবে ১মিনিট ৫২ সেকেন্ড
পর,তাই আপনাকে এবার সেটিংস টা ঠিক করে নিতে হবে,উপর থেকে,যেখানে লিখা আছে
Transtion duration খয়েরি রংগ দিয়ে মার্ক করা ঘরে হলুদ বৃও চিহ্নিত স্তানে মাউস দিয়ে
ক্লিক করতে থাকুন এবং জখন আপনার মিউজিক টাইম এর সাথে বরাবর এসে জাবে,এবার
আর ক্লিক করবেন না,এখন আপনার মিউজিক যতক্ষণ চলবে ছবি ও ততক্ষন ধরে প্লে করে
জাবে,২টা একি সাথে শেষ হবে,এবং Photo Duration অপশন টি হল আপনার ছবি/
ফটো কত সেকেন্ড ধরে প্লে করে যাবে ডিসপ্লে তে,বেক গ্রাউন্ড কালার
থেকে ছাইলে আপনি বেক গ্রাউন্ড কালার বদলিয়ে নিতে পারেন।
আপনি আপনার ফটোকে বিভিন্ন স্টাইল বা টেক্সট ইফেক্ট যোগ করতে পারেন নিচে যে কোন
একটা ফটোকে ক্লিক করুন ( তবে প্রথম ছবি থেকে এডিট করে গেলে ভাল হয় )
এবং সেখানে অপশন গুল ভেরি ইজি,আশা করি করতে পারবেন,
আমি ছিএ দিলে পারলাম না বলে দুঃখিত,



হলুদ মার্কটি হল প্লে অপশন,কালো টি হল Pause buttom,উপরে আমার বর্ননা কৃত অপশন
গুল হয়ত দেখতে পাচ্ছেন না ,তাই ক্লিয়ার ভাবে এবার দেখে নিন।
এবং এবার আপনার সিডি/ডিভিডির জন্য কভার পছন্দ করতে পারেন,এবং এ্যালবাম টাইটেল
ও চাইলে + করতে পারেন প্রত্যেক টি মিউজিক এর জন্য আলাদা আলাদা,  নিজ থেকে দিতে
পারেন ক্লিক করুন Choose Menu উপরে দেখুন,এখানে ও অনেক গুল অপশন পাবেন
আশা করি দেখলেই বুজতে পারবেন, বিষয় গুল ,ভেরি ইজি তাই আর লিখলাম না

সব শেষে এবার উপরে বার্ন ডিস্কে ক্লিক করুন এবং সিডি ডিভিডি বানাতে ছাইলে সরাসরি ক্লিক
করুন বার্ন ডিস্কে,আর যদি সিডি ডিভিডি বানাতে না চান তাহলে Out Format থেকে
বেঁছে নিন,কোনটা আপনার প্রয়োজন,এবং কনভার্ট করে সেভ নিয়ে নেন।
এবার সেভ হয়ে প্লে করে দেখুন আপনি কেমন দক্ষ কারিগর।
আজ এ পর্যন্তই।

সফটওয়্যার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সিরিয়াল কী এর জন্য এখানে ক্লিক করুন
আজকের পোস্ট টি আমি অনেক দ্রুত গতিতে বানিয়েছি যদি কোথায় ও ভুল হয়ে থাকে
আমি দুঃখিত।
এবং ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না
আল্লাহ আপনাদের সকলের সহায় হউক।
ফি আমানিল্লাহ






নিয়ে নিন ড্রাইভার ইজি (পিসি ড্রাইভারের আব্বা :পি) , একদম নয়া ভার্সন পুরা ফ্রীতে !! :D

এসে গেলাম আবার , সবাই ভালো তো ?
ভালো না থাকেলেও এখন ভালো হয়ে যাবেন । যারা কম্পিউটার এর ড্রাইভার নিয়ে চিন্তিত , তাদের সব সমসার সমাধান ড্রাইভার ইজি ।
কম্পিউটার এ বিভিন্ন সময় ড্রাইভার সিডি হারিয়ে যাওয়ার কারনে বা পুরনো ড্রাইভার থাকার কারনে , মাঝে মাঝে ঝামেলায় পরতে হয় ।
আর সব দরকারি ড্রাইভার ইন্সটল দেয়া আছে কিনা !! তাও তো জানা দরকার ।
সবচেয়ে বড় কথা হল সব ড্রাইভার ইন্সটল দেয়া থাকলে ও আপ টু ডেট থাকলে । পিসি পারফরমেন্সও ভালো থাকে ।
এর সব সমসসার সমাধান এই ড্রাইভার ইজি ।

এটা দিয়ে আপনি ড্রাইভার আপডেট করতে পারবেন ,ব্যাকআপ রাখতে পারবেন্ ,রিষ্টোর করতে পারবেন,
যে যে ড্রাইভারের অভাব আপনার কম্পিউটার এ তা ডাউনলোড ও করে নিতে পারবেন  । :D
এতে রিসিউম ডাউনলোড করা যায় ,এবং এতে যখন আপনি কোন ফাইল আপডেট নেবেন,তখন আপনার অন্য কাজের কোন চাপ পড়বেনা,অথ্যাৎ আপনি অন্য আপডেট দ্বারা যখন ফাইল আপডেট নেবেন তখন আপনি নেটে অন্য কোন কাজ করতে পারবেন না,যেমন ডাউনলোডের কথা বলছি,কিন্তু এর বেলায় অন্যরকম আপনি সব কাজ করতে পারবেন এতে,আপনার কাজের কোন ব্যাঘাত ঘটবে না,এবং এতে আপনার সিস্টেমের জন্য যে ড্রাইভার উপযোগি সেটাই সে সিলেক্ট করবে, মিছিং ড্রাইভার গুল সে নিজে থেকে জমা করে এক সাথে ডাউনলোড নেবে।
ধুর ! আমি আজইরা বক বক করছি :পি
ড্রাইভার ইজির গুনের কথা আপনাদের সবারই জানা ।
যারা জানেন না , এইতো তারাও জেনে নিলেন । বাকিটা ব্যাবহার করলেই বুঝতে পারবেন ।
এর নামও ইজি এর ব্যাবহারও ইজি :D
সবাই ভাল থাকবেন । আমার জন্যও দোয়া করবেন ।
কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।
ডাউনলোড করে নিন এখান থেকে ক্র্যাক ফাইল টা/ অন্য রকম,অনেকে হয়ত ফালতু ভেবে করবেন না,নাহ এটা ১০০% কাজ করবে ।

আমার টেকনোলজি সম্পর্কিত একটা ফেসবুক পেজ আছে । আশাকরি ভালো লাগবে । হাতে সময় থাকলে ঘুরে আসুন >>Information TechnologyBD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন