আপনার মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন ছোট্ট একটি সফটওয়ার দিয়ে!!!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দুটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন।চলুন শুরু করা যাক।
XPLORE ME সফটওয়ার:

প্রথমে এই সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করুন।এরপর সফ্টওয়ার ওপেন করে সেটিং থেকে ফোল্ডার নির্বাচন করে নিন যেখানে আপনি রেকর্ডেড ফাইল গুলো সেভ করতে চান।এবার আপনার এফএম রেডিও লাউডস্পিকারে ওপেন করুন।এরপর সফটওয়ারটি ওপেন করুন।এবার RECORD অপশনে ক্লিক করে রেকর্ডিং শুরু করে দিন।এছাড়াও সফটওয়ারটি নিচের কাজগুলো করতে পারে।
1. File Manager
2.Picture Viewer
3.Media Player
4.Text Reader
5.Audio Recorder
6.RSS Reader
7.Stopper
8.Virtual Dice
9. Score Table Manager
10.Alarm/Sleep Clock
সাউন্ড রেকর্ডার সফটওয়ার:

এটি খুবই ছোট সফটওয়ার।এর সাইজ মাত্র ১০ কিলোবাইট।এই সফটওয়ার দিয়েও রেকর্ড করতে প্রথমে এফ এম রেডিও লাউডস্পিকার ওপেন করুন।এরপর সফটওয়ার ওপেন করে RECORD বাটনে ক্লিক করে রেকর্ড শুরু করুন।এই সফটওয়ার দিয়ে রেকর্ড করা ফাইলগুলো সরাসরি মেমোরি কার্ডে সেভ হবে।
আর একটা কথা এই সফটওয়ারগুলো দিয়ে কিন্তু সব সেটে রেকর্ড করতে পারবেন না।কেননা সব সেটে একসাথে এফ এম রেডিও আর সফটওয়ার চালানো যায়।
সফটওয়ারগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আমি আমার নকিয়া 2700 দিয়ে উভয় সফটওয়ারের সাহায্যে রেকর্ড করতে সক্ষম হয়েছি।আপনি ও চেষ্টা করে দেখুন।
সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।
দারুন একটা সফটওয়্যার দিয়ে তৈরী করুন সুন্দর সুন্দর ফ্লাশ এনিমেশন!!!
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি যদি প্রফেশনাল মানের ফ্লাশ এনিমেশন তৈরী করতে চান তাহলে স্বাভাবিকভাবেই আপনাকে এডোবি ফ্লাশ সফটওয়্যারের উপরে নির্ভর করতে হবে. আপনার যদি ফ্লাশে ভাল দক্ষতা না থাকে তাহলে আপনি অ্যাডভান্সড লেভেল এসব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না. আবার যদি আপনি চান যে এসকল সফটওয়্যারের উপরে আপনি দক্ষ হবেন তাহলেও আপনাকে অনেক সময় এবং শ্রম দিতে হবে. এডবি ফ্লাশের বিকল্প হিসাবে আপনি অনেক ভাল মানের সফটওয়্যারও বাজারে পাবেন, কিন্তু সেগুলোর অধিকাংশই আপনি ফ্রী পাবেন না. আপনাকে অনেক দাম পরিশোধ করে সেগুলো কিনতে হবে. তবে এই পোষ্টে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করবো. এই সফটওয়্যারটির নাম হচ্ছে Vectorian Giotto.
এই সফটওয়্যারটিকে দেখতে খুব সাধারন মনে হলেও এটা খুবই শক্তিশালী. ওয়েবসাইট কিংবা অন্য কোন প্রজেক্টের জন্য আপনি ভাল মানের ফ্লাশ এনিমেশন কোন প্রকার কোডিং ব্যতীতও ভালভাবে করা যায়. এই সফটওয়্যারটির মূল ইন্টারফেস এডোবি ফ্লাশ সফটওয়্যারের মতই. কাজেই ফ্লাশ ব্যবহারে কম বা বেশি দক্ষ যে কেউ খুব সহজে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন. নতুন ব্যবহারকারীরা প্রথমে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও কিছুদিন সময় দিলে তারাও বেশ দক্ষ হয়ে উঠবে. এই সফটওয়্যারে 50 টিরও বেশি কাস্টমাইজেবল ইফেক্ট দেওয়া আছে এবং প্রায় 100 টিরও বেশি ইফেক্টের প্রিসেট রয়েছে. সফটওয়্যারটির প্রধান ওয়েবসাইটে বেশ কিছু টিউটোরিয়ালও দেওয়া রয়েছে যা আপনাকে এনিমেশন তৈরী করতে খুবই সাহায্য করবে. টিউটোরিয়ালটির ঠিকানা হচ্ছেঃ টিউটোরিয়াল এর জন্য ক্লিক করুন
এই সফটওয়ারের মাধ্যমে যা যা করতে পারবেন:
- 1. এনিমেশন তৈরী করতে আপনাকে কোন কোডিং জানতে হবে না.
- ২. আপনি প্রফেশনাল মানের ভেক্টর ইলাস্ট্রেশন তৈরী করতে পারবেন. এখান আপনি সাধারন শেপ থেকে কাস্টম শেপসহ আরো অনেক কিছু পাবেন.
- 3. ভেক্টর অবজেক্টকে আপনি যে কোন উপায়ে ট্রানফর্ম করতে পারবেন.
- 4. সকল অবজেক্টকে আপনি একটা লাইব্রেরীর ভিতরে সাজিয়ে নিতে পারবেন.
- 5. মোশন Tweening এবং আকার Tweening নামে ২টি পদ্ধতির সাহায্যে আপনি অবজেক্টের এনিমেশন তৈরী করতে পারবেন.
- 6. এই সফটওয়্যারটিতে প্রচুর পরিমানে ইফেক্ট রয়েছে যা আপনাকে দারুন দারুন এনিমেশন তৈরী করতে সাহায্য করবে.
- 7. এই সফটওয়্যার ActionScript 2 সাপোর্ট করে (কিন্তু ActionScript 3 সাপোর্ট করে না).
- 8. এই সফটওয়্যার ফ্লাশ 8 এর ব্লেন্ড এবং সকল ফিল্টারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে.
- 9. এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এবং মিউজিকও সেট করতে পারবেন.
সবাই কে ধন্যবাদ। ভালো থাকবেন।
সিডি/ডিভিডি তৈরির জগতে 4Media Burner Studio অতুলনীয়
প্রোফেশনালী সিডি/ডিভিডি বার্ন করতে 4Media Burner Studio চমৎকার এবং খুব সহজ। শুধু ডাটা ফাইল নয় ইমেজ ফাইল এবং ব্যাকআপ রাখতেও এটা দারুন কাজ করে।
খুব সহজেই এটা দিয়ে বুটেবল সিডি / ডিভিডি ও তৈরি করতে পারবেন। এটাতে কাজ করার সময় প্রকৃত সময়, পার্সেন্টেজ, লেফ্ট টাইম ইত্যাদি প্রদর্শন করবে।

এটা চালাতে আপনার পিসিতে সর্বনিন্ম যা যা লাগবে >
· Processor: 1GHz Intel/AMD processor or above
· RAM: 256MB RAM (512MB or above recommended)
· Free Hard Disk: 30MB space for installation
· Graphic Card: Super VGA (800×600) resolution, 16-bit graphics card or higher
· Recordable CD/DVD drive
· RAM: 256MB RAM (512MB or above recommended)
· Free Hard Disk: 30MB space for installation
· Graphic Card: Super VGA (800×600) resolution, 16-bit graphics card or higher
· Recordable CD/DVD drive
ডাউনলোড লিংক > http://www.mediafire.com/?ggil8d0i6ry6863
এটা পোর্টেবল সফ্টওয়্যার এবং সাইজ মাত্র ১৭ মেগাবাইট। ডাউনলোড এর পর এক্সট্রাক্ট করেই চালাতে পারবেন।
ধন্যবাদ সবাইকে… ভাল থাকবেন।
Mp3 গানকে কেটে টুকরো টুকরো করে পছন্দের রিংটোন তৈরী করুন আপনার মোবাইল থেকে
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন ।আমরা অনকেই গান শুনতে পছন্দ করি । অনেক সময় দেখা যায় গানের কিছু অংশ ভাল লাগে এবং সেটা মোবাইলের রিংটোন করতে মনস্থির করি । কিন্তু দেখা যায় সই গান আবার কম্পীউটারে নিয়ে রিংটোন তৈরী করতে হয় ।
বন্ধুরা আজ আমি আপনাদের সিম্বয়ান মোবাইলের জন্য রিংটোন তৈরী করার জন্য সুন্দর একটি সফট্ওয়ার উপহার দেব । এই সফট্ওয়ারটির মাধ্যমে আপনি অতি সহজেই যে কোন Mp3 গানের যেখান থকে খুশি সেখান থেকে কটে রিংটোন তরী করতে পারবেন ।
সফট্য়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন