ইংরেজি গ্রামারে যারা কাঁচা তাদের জন্য নিয়ে এলাম GRAMMAR 3D
আজ আপনাদের সামনে লেখা পড়া বিশয় নিয়ে হাজির হয়েছি। ইংরেজি গ্রামারে আমি বরাবর ই কাঁচা। পেয়ে গেলাম একটি ছোট সফট যার নাম GRAMMAR 3D । হাতে পেয়ে দেখলাম এবং বুঝলাম। তারপর আপনাদের সামনে কখন হাজির করবো এই চিন্থায় বিভোর ছিলাম। যাক শেষ পর্যন্ত লিখতে বসে গেলাম। আপনার ও আপনার পরিবারের যারা লেখা পড়া করছে তাদের কাজে লাগবে। পোর্টেবল টাইপের এই GRAMMAR 3D সফট টি শুধু ডাবল ক্লিক করলেই চালু হয়ে যাবে ঠিক নিচের চিত্রের মত——————
এখানে START এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন———————

এখানে আপনি গ্রামারের বিভিন্ন ক্যাটাগরির ৩৪ টি অপশন পাবেন। আপনাকে যা করতে হবে 1, 2, 3 এই ভাবে চক্রাকারে চিহ্নিত স্থানে শুধু ক্লিক করে লেভেল এ ক্লিক দিয়ে গ্রামারের পাঠ গুলি শিখে নিতে পারেন। তো বন্ধুরা এখুনি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক দিন মাত্র ৩.৯৮ মেগাবাইটের এই সফট টি আপনার ও আপনার পরিবারের সদস্যদের মাঝে কাজে লাগান।
ধন্যবাদ
নতুন প্রজন্মের ডাউনলোড ম্যানেজার WellGet (১ মেগা)
সাইজ সামান্য হলে কি হবে; চমৎকার একটি ডাউনলোডার। এটার ইন্টারফেস আই.ডি.এম এর চেয়ে কোন অংশে কম নয়।এটাতে অডিও/ভিডিও ডাউনলোডের সময় প্লে করেও দেখতে পারবেন।

এটা Windows 98/ME/NT/2K/XP ওপারেটিং সিষ্টেমে সাপর্ট করবে ।
ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?448p4it1uwj34aw
ব্যবহার করেই দেখুন চমৎকার একটি ডাউনলোড ম্যানেজার। আর এটাতে কোন সিরিয়াল / লাইসেন্স কী লাগবে না।
এনিমেশন বানাতে হ্যাভি পাওয়ার সফ্টওয়্যার > Ulead GIF Animator-5 mb
পোস্টটি 478 বার দেখা হয়েছে সাধারন কয়েকটি ধাপেই বানিয়ে ফেলুন .gif এনিমেশন ফাইল। খুবই সহজেই বানাতে পারবেন এই Ulead GIF Animator সফ্টওয়্যার দিয়ে। এটার ইন্টার ফেসও খু্বই সাদামাটা।ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমেই কাজ শেষ করে দিতে পারবেন এবং এপ্লাই করতে পারবেন দারুন সব ইফেক্টস।
এখানে টেক্সট ইফেক্ট এর পাশাপাশি ভিডিও ইফেক্টও যোগ করতে পারবেন।

এর আউটপুটে Flash, AVI, MPEG এবং QuickTime ফরমেট সমূহ সাপর্ট করবে।
ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?idto203d4nbde99
এটা পোর্টেবল তাই ইনষ্টল করার প্রয়োজন নাই; শুধু এক্সট্রাক্ট করেই চালাতে পারবেন। এর সাইজও খুবই সামান্য মাত্র- ৫.৫ মেগাবাইট
ধন্যবাদ সবাইকে; আল্লাহ হাফেজ।
ভিডিও এডিটিং এর জন্য নিয়ে নিন Any Video Editor ফুল ভার্সন
আজ আপনাদের সামনে নিয়ে এসেছি Any Video Editor নামের একটি সফটওয়্যার। যা দিয়ে আপনি ভিডিও এডিটিং সহ অডিও ফাইল এডিট করা, স্থির চিত্রের স্লাইড শো করা সহ MP4, MPEG2, HDVideo, অথবা flv থেকে আপলোড করার জন্য যে কোন ভিডিও ফাইল রূপান্তর ইউটিউব, মাইস্পেস, অথবা আপনার যেমন iPad, আইপড, আইফোন, আইপড টাচ, অ্যাপল টিভি হিসাবে পোর্টেবল ডিভাইস ব্যবহার করা। আরও রয়েছে ভিডিও এডিটিং এর জন্য বিভিন্ন ইমেজ ফাইল সহ শব্দ কে সং মিশ্রন করা সহ বিভিন্ন ইফেক্ট যোগ করা সহ নানা বিধ কাজ।ভিডিও কে কেটে আপনার পছন্দ অনুসারে সাজিয়ে নিতে পারেন। বন্ধুরা ভিডিও এডিটিং এর এই মহা সুযোগ কেন হাতছাড়া করবেন? এখুনি এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করুন Any Video Editor মাত্র ৩৬.৯ মেগাবাইট। সাথে পেয়ে যাবেন সিরিয়াল কি এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করুন ইন্সটল করে সিরিয়াল কি ও নাম বসিয়ে দিয়ে ফুল ভার্সন করে নিন।
এক নজরে দেখে নেয়া যাক এর ফিচার গুলি——————–
- Create standard DVD/Blu-ray DVD format files to save your movies.
- Massive media file support: support all popular video, audio, image file formats.
- User-friendly interface: edit videos on the unique timeline and storybox panels.
- Simple drag and drop of video files onto a graphical timeline.
- Abundant built-in innovative transitions and stunning video effects to create professional-looking movies and stunning photo slideshows
- Efficient to edit video, overlay video, mix audio, add subtitles and watermark.
- Make high quality MP4, MPG, MKV, M2TS, WMV, ASF or FLV videos.
- Convert videos to various multimedia devices such as iPod, iPhone, iPad, PSP.
- All edits can be previewed in real time without rendering the entire project.
তাহলে বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ
ভিডিও ফাইল কাটা, জোড়া ও আলাদা করতে Xilisoft Video Editor + ক্র্যাক
Xilisoft Video Editor সেরা একটি সফ্টওয়্যার; যা দিয়ে সহজেই ভিডিও ফাইলকে Join, Cut এবং Split করতে পারবেন।> এটা দিয়ে অনেক গুলো ভিডিও ফাইল একত্রে করে একটাতে পরিনত করতে পারবেন;
> একটি ভিডিওকে আলদা আলাদা করতে পারবেন সহজেই;
> ভিডিও ফাইলের অতিরিক্ত অংশ কেটে বাদ দিয়ে দিতে পারবেন;

> কয়েকটি ফরমেটের ভিডিও ফাইলকে একটি ফরমেটে জয়েন করতে পারবেন;
ভিডিও ইনপুটে যেসকল ফরমেট সাপর্ট করবে>>
AVI, MPEG, WMV, MP4, FLV, MKV, H.264/MPEG-4, DivX, XviD, MOV, RM, RMVB, M4V, VOB, ASF, 3GP, 3G2, SWF, H.261, H.264, DV, DIF, MJPG, MJPEG, DVR-MS, NUT, QT, YUV, DAT, MPV, NSV
AVCHD Video (*.mts, *.m2ts), H.264/MPEG-4 AVC (*.mp4), MPEG2 HD Video (*.mpg; *.mpeg), MPEG-4 TS HD Video (*.ts), MPEG-2 TS HD Video (*.ts), Quick Time HD Video (*.mov), WMV HD Video (*.xwmv), Audio-Video Interleaved HD Video (*.avi)
ভিডিও আউটপুটে যেসকল ফরমেট সাপর্ট করবে>>
AVI, MPEG, WMV, MP4, FLV, MKV, H.264/MPEG-4, DivX, XviD, MOV, RMVB, ASF, 3GP, 3G2, SWF, VOB, TS, DV
H.264/MPEG-4 AVC (*.mp4), MPEG2 HD Video (*.mpg; *.mpeg), MPEG-4 TS HD Video (*.ts), MPEG-2 TS HD Video (*.ts), Quick Time HD Video (*.mov), WMV HD Video (*.wmv), Audio-Video Interleaved HD Video (*.avi)
ডাউনলোড লিংক > http://www.mediafire.com/?91lybrm4wq8f2f7
Windows XP (SP2 or later), Windows Vista ওপারেটিং সিষ্টেমে চালানো যাবে এই সফ্টওয়্যার ।
ধন্যবাদ সবাইকে; আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন