যে কোন সময় কম্পিউটারের যে কোন হার্ডওয়্যার ড্রাইভার ডাউনলোড করুন
অনেকেই কম্পিউটার ব্যাবহার করে থাকে, আর এই কম্পিউটার আমাদের অনেকের কাছেই প্রিয় এবং অনেক ভালবাসার একটা পছন্দের সামগ্রী। আর এই প্রিয় পছন্দের সামগ্রী যদি কোন কারনে অচল হয়ে পরে, তাহলে আমাদের অনেক খারাপ লাগে। এই অচল হওয়ার কারন যদি কোন ছোট সমস্যার কারনে হয়, আর এই ছোট সমস্যাই যদি বড় কোন সমস্যার কারন হয়ে দারায়! যেমন মনে করেন কম্পিউটারের যেকোনো একটা হার্ডওয়ার ড্রাইভার আপনার কাছে নেই বা আপনি খুজে পাচ্ছেন না আর অনেক চেষ্টা আর খোজাখুজি করেও পেলেন না আপনার কাংখিত হার্ডওয়ার ড্রাইভার। তাহলেতো মাথানষ্ট।
আমি আপনাদের সহজ একটা পদ্ধতি জানাবো আর এই পদ্ধতি দিয়ে আপনি খুব সহজেই আপনার কাংখিত হার্ডওয়্যার ড্রাইভার পেয়ে যাবেন। এর জন্য দরকার একটি সফটওয়্যার। বন্ধুরা তাহলে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। কিভাবে ব্যাবহার করবেন? সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর ডাউনলোড করা ফোল্ডারের ভিতরেই পেয়ে যাবেন সফটওয়্যার এবং সম্পূর্ণ বাংলায় ফটো চিত্র সহ ব্যাবহারের সব নির্দেশনা। আর এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন নিচের এই লিংক থেকে। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।
মুছে ফেলুন আপনার কম্পিউটারের ডুপ্লিকেট ফাইলগুলো
প্রত্যেকের কম্পিউটারেই কম বেশি ডুপ্লিকেট ফাইল অবশ্যই আছে। পিসি ম্যানেজিং অর্গানাইজিং, কাট কপি পেষ্ট এর চক্করে হর হামেশাই কোন না কেন ফাইলের ডুপ্লিকেট কপি থেকে যেতেই পারে। এই কারনে অযথা কিছু স্পেস ও নষ্ট হয় আপনার পিসির। অথচ আপনি নিজেই জানেন না যে আপনার পিসি তে কোন কোন ফাইলের কতগুলো ডুপ্লিকেট আছে এবং কতটুকু স্পেস নিচ্ছে। আর এত সময়ই বা কোথায় বেছে বেছে ডুপ্লিকেট বের করার।
এই ক্ষেত্রে ডুপ্লিকেট ক্লিনার আপনার কাজের একটি টুল হকে পারে যা আপনার পিসির ডুপ্লিকেট ফাইলগুলোকে যেমন এমপিথ্রি, ফটো ইত্যাদি এবং কোন কোন ক্ষেত্রে আপনার পিসির অনেক পুরোনো ফাইল ও খুজে বের করবে। এটি ওয়ার্ক ইন হোম এবং নেটওয়ার্ক দুই ধরনের এনভাইরোমেন্ট এ ই কাজ করবে।
ফিচারগুলো সংক্ষেপেঃ
কন্টেন্ট অনুযায়ী ডুপ্লিকেট ফাইন্ডআউট করা।
১.ফাস্ট স্কানিং এবং এ্যাকুরেট ডুপ্লিকেট উপস্থাপন
২.Deep scan music - ডুপ্লিকেট mp3,wma,flac,ape,ogg ফরম্যাটকে লোকেট করে।
৩.ফ্লেক্সিবল সার্চ প্যারামিটার
৪.ইন্টেলিজেন্ট সিলেকশন এ্যাসিসট্যান্ট
৫.হোম এবং নেটওয়ার্ক ড্রাইভ উভয় এনভাইরোমেন্টে সার্চ করে।
৬.মাল্টিপল লোকেশন সার্চিং
৭.CSV ফরম্যাটে রেজাল্ট ইম্পোর্ট/এক্সপোর্ট করা
৮.ফাইলের ডেট, পাথ এবং সাইজ ডিটেইলে শো করবে।
৯.লার্জ এবং রিসাইজেবল উইন্ডো
১০.ইমেজ প্রিভিউ উইন্ডো
১১.ডুপ্লিকেট কে সরাসরি রিসাইকেলবিনে ডিলিট করে।
১২.ডুপ্লিকেট ফাইলগুলোকে একটি আলাদা লোকেশানে সেট করে (ডিলিট কমান্ড দেয়ার আগে)
১৩.উইন্ডোস এবং সিস্টেম ফাইলের জন্যে আলাদা প্রোটেকশন।
ডাউনলোড
Skype video and audio call Recorder ডাউনলোড করুন
Skype video and audio কল রেকর্ডার। এটি দিয়ে আপনি Skype তে করা video and audio interviews, conferences, podcasts, অথবা family VoIP কল রেকর্ড করতে পারবেন। নিখুঁত ঝকঝকে প্রিন্টের ভিডিও রেকর্ডিং করতে সক্ষম এই সফট্ওয়্যারটি।
অন্যান্য ফিচারসমূহ:
- Skype সোর্স থেকে video and audio রেকর্ড এবং AVI ফরমেটে স্টোর করার সুবিধা।
- Skype single video call, Skype screen sharing session এবং প্রায় 10 উপায়ে Skype group video করার সুবিধা।
- সরাসরি আপনার হার্ডডিস্কে রেকর্ডিং করার সুবিধা।
- প্রয়োজন অনুযায়ী ভিডিও ফরমেট সিলেক্ট করার সুবিধা।
- Automatic chat reply.
- সহজে ব্যবহার যোগ্য ফ্রেন্ডলি ইন্টরফেস।
Download link
এটাও বে ধরনের দারুন এন্টিভাইরাস..খেছেন :
নামি দামি এন্টিভাইরাস তো অনেক ব্যবহার করলেন।এবার একটা আনপপুলার এন্টিভাইরাস ব্যবহার করে দেখুন।এই এন্টিভাইরাস 2012 সালেই 2013 সালের সংস্করন হিসেবে রিলিজ হয়েছে।
সবচেয়ে মজার বিষয় হল এই এন্টিভাইরাসএর সাথে সকল ধরনের পিসি এরর অপটিমাইজার দেওয়া আছে ।
আরো আছে ২০ ধরনের পিসি টুলস ।
এই লিংক থেকে ডাউনলোড করে আপনিই দেখুন Advanced System Care With Antivirus 2013 কেমন কাজ করে।
আর হ্যা....... ইনষ্টল করার পর অবশ্যই আপডেট করে নিবেন....... তাহলে ব্যবহার করে আরো মজা পাবেন।
I've been using AVG protection for many years, and I recommend this Anti virus to all of you.
উত্তরমুছুন