ইউন্ডোজ সেভেন এর জন্য দারুন একটি এ্যাকটিভেটর।সেভেন এর যে কোন ভার্সন কে এখুনি এ্যাকটিভ করে জাছাই করে দেখুন ১০০% নিশ্চয়তা।

আচ্ছালামু আলাইকুম,
যে সকল বন্দু গন ইউন্ডোজ সেভেন ব্যাবহার করেন শুধুমাএ তাদের জন্য।
আমরা অনেকেই ইউন্ডোজ সেভেন ইউজ করি।কেউ আসল আর কেউবা নকল
আমার যানামতে খুব কম সংখ্যাক লোকে জেনুইন উইজ করেন।
আর যারা নকল বা কপি ইউজ করি তারা জ্ঞাত বা অজ্ঞাত ভাবে আমাদের
পিসিতেআপডেট চাইলেই বা অটোমেটিক ভাবে আপডেট দিয়ে ফেলি বা হয়ে যায়।
এবং তখনি বাধে জামেলা আপনাকে ২৮/থেকে ২৬দিনের মধ্যে ইউন্ডোজ
এ্যাকটিভ করতে হবেই হবে।
নতুবা নিস্তার নেই।বা নতুন করে আপানাকে আবার ইউন্ডোজ সেটআপ দিতে হবে।
তবে কেউ কেউ ছালাক ও আছেন যারা অটোমেটিক আপডেট হাইড করে রাখেন।
ব্যাপারটা যারা পুরনো তাদের ই বেশি জানা।নতুনরা খুব কম ই জানেন
যাই হউক এই রকম সমস্যায় কেউ যদি এখন থেকে থাকেন।তাহলে আমার এই এ্যাকটিভেটর
টিকে আমি আপনার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দিলাম।
শুধু এ্যাকটিভ বাটম প্রেস করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না
কিন্তু আপনি ফলাফল টা কেমন পেলেন।অনেক লোডার বা এ্যাকটিভ সফটওয়্যার তো দেখেছেন।
এই রকম কি কখনো পেয়েছেন?
সেটা আশা করি আপনাদের মুখ থেকেই আমি শুনতে পারবো ইনশাআল্লাহঃ
এ্যাকটিভেটর টি ডাউনলোড করার জন্য এখানে প্রেস করুন সাইজ ৪.৭৭ এম ভি
আল্লাহ্ হাফিজ।
ধন্যবাদ সবাইকে।
একটি সাধারন অডিও প্লেয়ার foobar2000

অনেক সময় কম্পিউটারের ডিফল্ট মিডিয়া প্লেয়ার সঠিক ভাবে কাজ না করার কারনে আমাদের নানা বিপত্তিতে পড়তে হয়। এই জন্য আপনাদের সামনে আজ নিয়ে এসেছি MP3,MP4,WAV সহ বিভিন্ন ফরম্যাটের অডিও গান বাজানোর জন্য একটি foobar2000 অডিও প্লেয়ার। যা তে আপনি প্লে লিস্ট তৈরি করে অসংখ্য গান বাজাতে বা শুনতে পারেন। এই জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে foobar2000 নামের ছোট সফট ওয়্যার টিকে। এরপর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে foobar2000 ফাইল থেকে ইন্সটল করে নিয়ে অডিও গান শোনার কাজ শুরু করে দিতে পারেন। মাত্র ৩.২০ মেগাবাইট। তাহলে বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
আপনার ফায়ারফক্স কি দেরী করে ওপেন হয়?
ইন্টারনেট ব্রাউজিং এ ফায়ার ফক্সের সমতুল্য ব্রাউজার আর আছে বলে আমার মনে হয় না। তবে আমরা জানি মাঝে মাঝে ফায়ারফক্স অনেক দেরি করে স্টার্ট হয়।
এই দেরি খুব বেশি বিরক্তির সৃষ্টি করে। কখনো দেখা যায় মিনিট পার হয়ে যায় তাও স্টার্ট হয় না কেন এমন হয়? যে কারনেই হোক এটা অনেক জটিল বিষয় এটা নিয়ে না হয় অন্য একদিন পোষ্ট করব তবে আজ আমি এটা থেকে পরিত্রান পাওয়ার একটি উপায় বলব। এটা থেকে বাঁচতে সহজ সমাধান হল Speedyfox ।এটি ফায়ারফক্সের প্রোফাইল ডাটাবেস ডিফ্রাগমেন্ট করে এটির স্টার্টিং টাইম কমিয়ে আনে।
মাত্র ৩০০কেবি এই সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে। এটা ডাউনলোড করে পিসি তে ইন্সটল করুন এবং ওপেন করে ডিফ্রাগমেন্ট করে নিন।
সকলকে ধন্যবাদ।
Lock এবং Hide করুন যে কোন ফাইল, ফোল্ডার খুব ছোট্ট একটি সফট দ্বারা।
আশাকরি সকলে ভালো আছেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমাদের প্রত্যাকেরই গোপন কিছু ফাইল বা ফোল্ডার থাকে যা আমাদের একান্ত ব্যক্তিগত এগুলো আমরা সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই। কম্পিউটারে এসব ক্ষেত্রে আমরা অনেকে অনেক রকম Software ব্যবহার করি,
যে গুলো ব্যবহার করা যেমন কঠিন তেমন, সাইজ ও বড় তাই আজ আপনাদের কে এমন একটা Software এর কথা জানাবো যা ব্যবহার করে অতি সহযেই কোনকিছু লক/ গোপন করতে পারবেন। এর আগেও আমি এই রকম একটি সফটওয়ার শেয়ার করেছিলাম তবে সেগুলোর চেয়ে এটি বেশি ভালো হনে হয়েছে তাই এটি আবার শেয়ার করলাম। সবচেয়ে বড় কথা হল এই Software রি সম্পূর্ণ ফ্রী। এর সাইজ ৩ MB এরও কম। ব্যবহার ও অন্য Software এর তুলনায় অনেক সহজ। ডাউনলোড করুন এখান থেকে
সিডি বা ডিভিডি তে একাধিক করাপ্ট ফাইল? চিন্তা নেই এবার কপি করুন করাপ্ট ফাইল বাদ দিয়ে!
আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার এবারের পোষ্ট শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমি ও অনেক ভালো আছি।
আমাদের অনেক সময় এমন সমস্যা হয় যে কোন সিডি বা ডিভিডি হতে ফাইল গুলোকে কপি করতে হবে কিন্তু সেখানে অকেক করাপ্ট ফাইল আছে যার জন্য কপি করতে গেলে করাপ্ট ফাইল আসলেই কপি বন্ধ হয়ে যায়। এটা আমার কাছে অনেক বড় সমস্যা আমি মনে করি এটা আপনাদেরও অনেক সমস্যা করে। আর এমন সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় ‘আনস্টপেবল কপিয়ার’ দ্বারা। প্রথমে আপনি এই লিংক হতে মাত্র ৫০০ কিলোবাইটের সফটওয়ার টি ডাউনলোড করুন।
ডাউনলোড করুন >>
এবার সফটওয়্যারটি চালু করে Source এবং Target ফোল্ডার নির্বাচন করে Copy বাটনে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না। মুভ করতে চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে। ধন্যবাদ।
ডিভিডি বানানোর দারুন একটি সফটওয়্যার কীজেন সহ ও সাথে আরো অনেক কিছু।
আচ্ছালামু আলাইকুম,
বন্দুগন আমার শুভেচ্ছা রইলো এবং প্রবিএ মাহে রমযানের মোবারক বাদ।
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ডিভিডি বার্ন করার সফটওয়্যার
যা দিয়ে আপনি আপনার যে কোন ডিভিডি ফাইল কে সহজেই ডিভিডিতে
রাইট করতে পারবেন।এবং এতে আরো পারবেন বেক গ্রাউন্ড মিউজিক এ্যাড করতে
এবং বেক গ্রাউন্ড পিকছার সেট করতে আর ছাইলে সাথে টপিক ও দিতে
পারবেন।এবং খুব সুন্দর সুন্দর অনেক গুল ফ্রেম আছে
ও আরো অনেক কিছু তাই প্রয়োজন মনে করলে কারো ডাউনলোড করে নিতে পারেন।
আরেকটি কথা অনেকেই প্রশ্ন করতে পারেন আপনার সিস্টেমে নিরো থাকতে হবে কিনা?
নাহ অন্য কোন সফটওয়্যার এর প্রয়োজন নেই।শুধু এই
সফটওয়্যারটি ইন্সটল থাকলেই চলবে।
যা যা লাগবে ডিভিডি বার্ন করতেঃ
*আপনার সিস্টেমে একটি ডিভিডি রাইটার থাকতে হবে
*একটি ডিভিডি বানাতে একটি ডিভিডি ই যতেস্ট
*ফাইল ফরম্যাট বা টাইপ অফ ফাইল হতে হবে ( .BOV )
যদি এই ফরম্যাটে আপনার ভিডিও ফাইলটি না থাকে তাহলে কোন ভাল
মানের কনভ্যাটের দ্বারা এটিকে .BOV ফাইলে রূপান্তরিত করে নিন।
মনে রাখবেন আপনার ভিডিওর মান ও কোয়ালিটির উপর নির্ভর করবে
ঝকঝকে ও ঝাপসা দেখা।কোয়ালিটি যদি ভাল হয় তাহলে ভিডিও প্লেয়ারে
সেটা পরিষ্কার ও ঝকঝকে ও দেখতে পারবেন।আর খারাপ হলে সেটা দেখা
যাবে কিচুটা ঝাপসা ভাবে।তাই যখন ভিডিও তুলবেন সেটা ভাল মানের
ক্যামেরা বা মান সম্মত ক্যামেরা দিয়ে তুলতে চেস্টা করবেন।
সতর্কতাঃ যখন ডিভিডি বার্ন বা রাইট শুরু করবেন অথ্যাৎ স্ট্যাট বার্ন প্রেস
করার পরের কথা বলছি তখন পিসিতে অন্য কোন কাজ না করাই ভাল।
এবং স্ট্যান্ড বাই থাকবেন আর ভুল করে ও রাইট করা থামাবেন না কারন যদি
থামিয়ে দেন।তাহলেই খেল খতম আপনার এই ডিভিডিটি চিরদিনের জন্য অকেজো
হয়ে গেল।এখন আর এই ডিভিডিতে পুনরায় রি রাইট করতে পারবেন না।
ব্যাবহারবিধি সম্পর্কে আপনাদেরকে ধারনা দেওয়ার জন্য দুটি ছিএ দিলাম
আশাকরি আপনাদের কাজ করতে এতে সহজ হবে।


ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যাই,এই প্রত্যাশায় আজকের মত এখানেই
ইতি টানলাম আল্লাহ্ হাফিজ
টাকার নোটের হিসাব এখন কোন ব্যাপারই না!!!
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক ধরনের নোট থাকে যা মোট টাকায় হিসাব করতে অনেক সমস্যা হয়। ধরুন, আপনার কাছে ১০০০, ৫০০, ১০০ সহ বিভিন্ন মানের টাকার বান্ডিল আছে। এখন আপনি হিসাব করতে চাচ্ছেন যে আপনার কাছে মোট কত টাকা আছে। সাধারণ ক্ষেত্রে যা করতে হয় তা হলো আপনাকে বিভিন্ন মানের নোটগুলো গুনে মোট নোট সংখ্যার সাথে নোটের মান গুন করে ক্যালকুলেটরে যোগ করতে হবে যাতে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং এটাতে অনেকটা সময় ব্যয় করতে হবে।
কিন্তু NoteCounter নামের software টি আপনাকে সাহায্য করতে পারে খুব দ্রুত মোট টাকার পরিমাণ বের করতে। আপনার ১০০০ টাকার নোট কতটি আছে্ তা ১০০০ টাকার বক্সে input দিন, ৫০০ টাকার কতটি আছে তা ৫০০ টাকার বক্সে input দিন এভাবে প্রয়োজন মত input দেন। তারপর calculate button এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাছে মোট কত টাকা আছে! এছাড়া আপনি মোট টাকার সাথে আরো amount যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে পারবেন।
এটি আপনি আপনার নিজের কাজে, অফিস, ব্যাংক এবং সহ সব ধরনের দোকানে ব্যাবহার করতে পারবেন ডাউনলোড করতে এই লিংকে যান : ডাউনলোড
বিঃদ্রঃ Windows Xp তে এই সফটওয়ারটা চালাতে হলে আপনাকে প্রথমে windows installer এবং তারপর .NET Framework 3.5 install করতে হবে। আর windows7 এ চালাতে কোনো সফটওয়ার install দিতে হবেনা।
সবাইকে ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন