অনেকদিন পরে লিখতে বসেছি। অনেক কিছু ভুলে
গেছি বলতে গেলে লিখার সেই স্পীড টাই হারিয়ে গেছে তবে টিউনারপেজে লিখার মত
নেশা এখনো কাজ করে বরাবরের মত। যাই হক আজকের এই ট্রিকস টি আমার অনেক ফ্যান
চেয়েছে জানতে অতিতে সময় হয়নি লিখার আসলে। জানি না এর মাঝে এটি নিয়ে কেউ
পোস্ট করেছে কিনা। যাই হক আজকে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক একাউন্টে
থাকা বন্ধুদের গোপন ই মেইল অ্যাড্রেস খুজে বের করতে পারবেন। অনেকেই আছে
যারা নিজেদের ই মেইল আইডি লুকিয়ে রাখে ফেসবুকে কিন্তু তাদের ই মেইল
অ্যাড্রেস গুলো ও বের করতে পারবেন খুব সহজে। চলেন শুরু করি?

১। লজিক টা আগে বুঝে নিন বেপারটা খুব সহজ আসলে। ফেসবুকের ই মেইল আইডি গুলো লুকুনো থাকে অনেকের যা ফেসবুক থেকে দেখা যায়না টাই আমাদেরকে ইউজ করতে হবে ইয়াহু। মানে হচ্ছে ফেসবুকের সমস্ত ই মেইল আইডি গুলো আমরা ইয়াহুতে ইম্পরট করে নিব তাহলে সব আইডি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার?
২) প্রথমে আপনার ইয়াহু মেইল ওপেন করুন।

৩) এবার মেইল ওপেন হলে contacts ট্যাব এ চলে যান।

৪) এবার Import contacts এ ক্লিক করুন।
৫) এখন facebook সিলেক্ট করুন।
৬) এবার একটি pop up জানালা আসবে ।

৭) সম্পূর্ণ নির্ভয়ে লগইন করুন আপনার ফেসবুক একাউন্ট যেখানের বন্ধুদের ই মেইল আইডি আপনি নিতে যান আর ফেবসুকে লইন করা থাকলে ওকে চাপুন।
৮) এবার বেশ কিছুক্ষণ সময় লাগবে সকল আইডি ইম্পরট হতে। সব কিছু হয়ে গেলে ok চাপুন তাহলে নতুন একটি পেজে চলে যাবেন যেখানে আপনার ফেসবুকের সকল বন্ধুদের ই মেইল আইডি থাকবে।
খবর কি সবার? আছেন কেমন? ইউএসবি থেকে
উইন্ডোজ দেয়া এখন আসা করি সবাই পারেন এগুলো নিয়ে অনেক পোস্ট আছে অনলাইনে।
কিন্তু আজকে নিজের জানার জগত থেকে একটু অন্যরকম কিছু শিখুন। তবে আগেই বলে
দিচ্ছি এই সিস্টেম টি কঠিন মনে হতে পারে আমি সেয়ার করছি যাদের আডভান্স
লেভেলের কাজ শিখতে ভাললাগে তাদের জন্য। এখানে আমরা কম্যান্ড প্রমট ব্যবহার
করে সম্পূর্ণ কাজটি করব আজকে।
সহজ উপায়ে নিচের ২টি পোস্ট দেখে নিতে পারেন।
পেন ড্রাইভ থেকে Vista, Server, Win 7 ইনস্টল করুন
পেন ড্রাইভে windows 7 এবং xp এক সাথে মাল্টি বুটেবল পেন ড্রাইভ ডিস্ক তৈরি করার টিউটোরিয়াল

এবার সম্পূর্ণ অন্যরকম ভাবে তৈরি করুন কম্যান্ড প্রমটের সাহায্যে
Step 1:রান থেকে CMD লিখে command prompt খুলুন। (সমস্যা হলে administrator হিসাবে ওপেন করুন) এবার টাইপ করুন Diskpart

Note: যদি আপনার পিসিতে diskpart না থাকে তাহলে ডাউনলোড করুন এখান থেকে
Step 2:
এবার টাইপ করুন list disk
<

এখানে দেখা যাবে নিজের কম্পিউটার এর ডিস্ক গুলো আমার পিসিতে USB device হল Disk 4
Step 3:
এবার টাইপ করুন Select disk 4

Step 4:
এবার clean টাইপ করুন

Step 5:
এবার আপনার USB ড্রাইভ কে primary partition সিলেক্ট করতে টাইপ করুন create partition primary.
Step 6:
এবার active টাইপ করুন
Step 7:
এবার আমার USB partition কে FAT32 এ কনভার্ট করে নিতে টাইপ করুন
format fs=fat32 quick
Step 8:
এখন assign টাইপ করুন

Step 9:
এবার Windows 7 installation ফাইল গুলো কপি করে পেস্ট করুন আপনার USB ড্রাইভে. কপি করা শেষ হলেই আপনার Windows 7 USB Installation ড্রাইভ একদম রেডি হয়ে যাবে।
আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।আজ আপনাদের দেখাবো কিভেবে মাত্র ১ মিনিটের মধ্যেই আপনার ব্লগস্পট ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যোগ করতে হয়।কমেন্ট বক্স যোগ করলে ফেসবুকেও একটু বিজ্ঞাপন হয়ে যায়। এতে ভিসিটর ও বারবে। আর কমেন্ট বক্স যোগ না করলে পোস্ট এ কমেন্ট পাওয়া যায় না।
Go to your blogger blog> Design > Edit Html > tick expand widget template.
Now Find this code in your html press ctrl+F .
এখন নিচের কোড টি ঠিকএর নীচে Paste করুন।
<h3>Post Comment</h3>
<div id=’fb-root’/><script src=’http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1′/><fb:comments expr:href=’data:post.url’ num_posts=’5′ width=’500′/>
এবার সেভ করুন। ব্যাস হয়ে গেল।

আরো জানতে Click here
আমাদের দেশে কম্পিউটারের বহুল প্রচলন হয়েছে বেশ অনেক দিন হল। বর্তমানে এই যন্ত্রটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুজে পাওয়া যাবে না। নানা কর্ম সম্পাদনে দক্ষ এই যন্ত্র এখন আর বিস্ময়ের কোন বস্তু নয় বরং প্রাত্যহিক জীবনেরই অংশ। কম্পিউটারের সাহায্যে নানা কর্ম সহজে সম্পাদনের জন্য আমরা নানা short code ব্যবহার করি যা আমরা অনেকেই জানি। তারপরেও নতুন বাবহারকারিদের কথা মাথাই রেখে আমার এই ছোট পোস্ট।
![ফেসবুকের শর্টকাট। [দ্রুত কাজ করার জন্য শর্টকাট এর বিকল্প নাই] facebook shortcut keys ফেসবুকের শর্টকাট। [দ্রুত কাজ করার জন্য শর্টকাট এর বিকল্প নাই]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgosfYanNY4B8LQAYv00KZaYZ5h5c-zBb4ClbqTnCqWJ_XitwT13asC7yA3ivyU3Yf57KaLKgp4dcOtHE2fBqjwsCoAdYXPTSkMwtwwk7uzg1iKNH7qovcqL23Y6hJiiSYGdDiG4TbamiPr/s1600/facebook-shortcut-keys.jpg)
ফেসবুকের শর্টকাট কি:
ফেসবুকের শর্টকাট সিস্টেম জানলে অনেক তারাতারি অনেক কিছু করা যায় .তাই কিছু ফেসবুকের শর্টকাট নিয়ম দিয়েছি । যারা জানেন ত ভাল কথা আর যারা জানেন না তাদের জন্য .
ফেসবুকে নতুন কাউকে দ্রত বাতা পাঠাতে চাইলে শর্টকাট ব্যবহার করতে পারেন ।
-
ফায়ারফক্স ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বাতা পাঠাতে
-
গুগল এোম ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বাতা পাঠাতে
-
মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বাতা পাঠাত
-
ফ্রেন্ড রিকোয়েস্ট ও ফ্রেন্ড সাজেশন দেখতে :
-
নোটিফিকেশন পেজে যেতে :
-
অ্যাকাউন্ট সেটিংস পেজে যেতে :
- প্রাইভেসি সেটিংস পেজে যেতে :
-
অফিসিয়াল পেজে যেতে :
টিউনটি ভাল লাগলে COMMENT MUST করবেন। ও এরকম আরও হাজারও শর্টকাট পেতে চাইলে দেখুন এখানে ।
আমরা ছবি এডিটিং জন্য অনেকে ফটোশপ, অনেকে আরও বিভিন্ন টুল ব্যবহার করি। তবে বেশির ভাগই প্রিমিয়াম সফটওয়্যার। কিন্তু আজ এমন একটি ফ্রি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি শুধু ছবি এডিটিং ই না আরও অনেক কাজ করতে পারবেন। যেমনঃ
- স্ক্রীন ক্যাপচার।
- রেজুলেশন কমানো।
- ছবির সাইজ ছোট করা।
- ছবির ফরমেট পরিবর্তন করা।
- ছবিকে পাজেলের মত ভাগ করা।
- অ্যানিমেটেড ছবি তৈরি করা।
- একাধিক ছবি জোড়া লাগানো।
- ফটো ভিউয়ার।
- প্রিন্টযোগ্য বিভিন্ন পেপার।
- কালার পিকার।

তো এবার বলি এডিটিং এর সুবিধা গুলোঃ
প্রথমেই এককথায় বলি সহজে ছবি এডিটিং এর জন্য অসাধারন এবং অসাধারন একটি সফটওয়্যার। ফটোশপে মাধ্যমে যেই এডিটিং এর কাজ করতে ১০-১৫ মিনিট লাগবে ঠিক সেই কাজ এই সফটওয়্যার এর মাধ্যমে করতে সময় লাগবে মাত্র ২-৩ মিনিট। যেমনঃ ছবি ক্লোন করা, ছবি ব্লার করা, শুধু মাত্র চেহারা সাদা কালো করা, ছবি নির্দিষ্ট অংশ মারকিং করা ইত্যাদি আরও অনেক ইফেক্ট এক নিমিশেই করা যায় এর মাধ্যমে।
আরও বহু বহু বহু কিছু আছে এতে… ব্যবহার না করলে ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। যেমন এগুলোর কিছু নমুনা দিলাম দেখেন।
ছবি সাদা কালো করা

ছবিতে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট যোগ করা।

ছবিকে হাস্যকর ভাবে এডিটিং করা।

ছবির কন্ট্রাস্ট এবং ব্রাইটন্যাস ঠিক করা।

বিভিন্ন ধরনের ফ্রেম যোগ করা।

ছবি ক্রপ করা।

তো আর দেরি না করে এখনই ডাউনলোড করুন আর ব্যবহার করুন।

অবশ্যই অবশ্যই আপনার কাজে দিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন