
আপনার Media player কে দিন প্রফেশনাল লুক!!!
প্রথমে আমার সালাম ও শুভেচ্ছা নিবেন এবং পশ্চিম-বঙ্গের ভাইদের প্রতি নমস্কার রইলো।আশা করি আপনারা ভালো আছেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে কিছু না কিছু share করতে। আজ পোস্ট করার চিন্তায় মনে পড়ে গেলো একটা ছোট্ট সফটওয়্যারের কথা। অবশ্য আপনারা পোস্ট-এর নাম দেখে বোঝতে পারছেন!।পাঠক গণ আজ আর কথা বাড়াবো না। কারণ সফটওয়্যার টি দেখলে আপনারা এমনিতেই শিখতে পারবেন।
এ সফটওয়্যার হল মিডিয়া প্লেয়ার ব্যাক গ্রাউন্ড চেঞ্জার (media player back groud changer 2.1.0)
এক ঝলক আপনার মনের মত media player দেখুন__

আপনাদের সবার ইচ্ছাআসে আপনার media player নিজের মনের মত হোক। তাই কি না !!! এজন্য আমি আপনাদের মনের আশা পূরণ করতে জটিল সফটওয়্যারটি নিয়ে এসেছি। DOWNLOAD এবং কার্যকালাপ জানার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন–
প্রথমে এখান থেকে ডাউনলোড করুন। (only 2.8 MB)
অথবা, Direct Link— http://www.mediafire.com/?e3miulszejfrbs7
২। ডাউনলোড হয়ে গেলে winrar বা 7zip দিয়ে Extrat করুন।
৩। ‘wmpbc’ সফটওয়্যারটি ওপেন করুন [ সফটওয়্যারটি open করার সময় media player বন্ধ করে রাখবেন ]
নিচের মত ওপেন হবে…….

^^^^^^^^
৪। উপরের ছবির মত replace-এ ক্লিক করুন

^^^^^^^^
৪.১| তাহলে উপরের ছবির মত আর একটি উইন্ডো আসবে,সেখানে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন

^^^^^^^^
৪.২। উপরের ছবির মত apply-এ ক্লিক করুন
৫। windows restart করুন।
৬। ব্যাস ! আপনার মনের মত media player-এর photo একক্টিভ হবে এবং ব্যাক গ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে!! এখন দেখুন মজা!!!

৭। একটি কথা মনে রাখুন, যে photo সিলেক্ট কবেন সেটি একবারেই সিলেক্ট করবেন। যদি পুনরায় অন্য photo সিলেক্ট বা replace চান,তাহলে software টি close করে আবার open করে অন্য photo সিলেক্ট করতে পারেন।***
[ Download Link-টা আবার দিলাম যদি ডাউনলোড করতে ভুলে যান ]
মিডিয়া ফায়ার লিঙ্ক– http://www.mediafire.com/?e3miulszejfrbs7
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যেকোনো সমস্যার সমাধান পেতে কমেন্ট করবেন।
। আপনাদের জন্য শুভ কামনা রইলো ।
। ভালো থাকুন – সুস্থ থাকুন ,পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন ।
।। ধন্যবাদ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন