রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

ডাউনলোড করে নিন $129 দামের FULL VERSION ফাইল লক সফট।

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ্‌র রহমতে সকলেই ভাল আছেন। আবারও এসে পরলাম একটি Full Version সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যারটি হচ্ছে ফাইল লকার।

যেটি দিয়ে আপনি আপনার পারসনাল ফাইল লক করে রাখতে পারবেন। আমরা অনেক সময় অনেক ফাইল লক সফট ব্যবহার করি, তাতে দেখা যায় বেশির ভাগ সফটওয়্যার দারা ফাইল লক করলে C Drive এ চলে যায়। অনেক সময় উইন্ডোজ চলে গেলে কিম্বা Password ভুলে গেলে নতুন উইন্ডোজ ইন্সটল করতে হয়। তখন সব লক করা ফাইল চলে যায়, আমি যেই সফটওয়্যরটি শেয়ার করলাম তাতে ফাইল কখনই  C Drive এ যাবে না।
সফটওয়্যারটি ডাউনলোড করে Password ও Email দিয়ে ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে প্রোগ্রামটি রান করাবেন না। তখন Patch ওপেন করে Patch বাটন এ ক্লিক করলে Cannot find the file. Search the file? দেখালে Yes বাটন এ ক্লিক করে C Drive এ Program File থেকে GiliSoft থেকে File Lock Pro ফোল্ডার থেকে magicskin.dll ওপেন করলে সফটওয়্যারটি Full Version হয়ে যাবে।
আপনি যদি Password ভুলে জান তখন Retrieve Password এ ক্লিক করে ইমেইল দিলে আপনার Password টি তারা মেইল এ পাঠিয়ে দিবে।

তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৩ এমবি।

সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক GiliSoft File Lock Pro 6.2
Patch ডাউনলোড লিঙ্ক Download
যদি কন সমস্যা হয় তাহলে মেইল করতে পারেন। Email: rifat_trl@yahoo.com
ন্যবাদ সবাই ভাল থাকবেন, সকলের ঈদ কাটুক আনন্দে।



সব কিছুর উপরে ভেসে থাকা খুব সুন্দর একটি মাল্টি প্লেয়ার,যাতে আছে Vidio Adjust Panel.

আচ্ছালামু আলাইকুম,

পিসি হেল্পলাইনের সবাইকে স্বাগতম।
এবং ঈদ মোবারক
আজকে একটি ভিডিও প্লেয়ার এর গুনা গুন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম
এর নাম হল MPC STAR PlAYER 2.2 VERSION  এর
যে সব গুন  দেখি আমি এর মাজে তার মধ্যে প্রথম হল।
আমরা অনেকেই এবং আমি নিজে ও যখন পিসি হেল্পলাইন বা অন্য কোথায় ও একটু আধটু
লিখালিখি করি আমার একটা স্বভাব হল আমি পিসিতে  মিউজিক ভিডিও দেখব।
বা কিছু একটা দেখতে দেখতে করবো
কি বোর্ড যেহেতু আমার কিছুটা হেফজ আছে তাই মুল লিখার দিকে খেয়াল না করলে ও ছলে।
এই প্লেয়ার টির বিশেষ গুন হল।
ধরুন আপনি পিসিতে কাজ করতেছেন  কোন কিছু টাইপিং বা এডিটিং।
সাথে কোন মুভি বা মিউজিক ভিডিও দেখছেন ( বা দেখবেন বলে
ভাবতেছেন কিন্তু পারছেন না কারন ওই উপরে বলেছি )
আপনার যে প্লেয়ার টি আছে আপনি যদি তাকে মিনিমাইজ না করেন সে নিজ
থেকে হয়ে যাবে ( এটি আপনার প্লেয়ার এর কথা বল্লাম )

কিন্তু এই MPC STAR প্লেয়ার টি সে অটল রক্ষীর মত দাঁড়িয়ে থাকবে আপনার স্ক্রিনে
আপনি নতুন এবং পুরনো যত ইউন্ডো খুলুন না কেন তাতে তার কিছু যাবে আসবেনা।
সে আপনার স্ক্রিনে ভেসে থাকবে জ্বলের শেওলার মত।
আপনি যখন তাকে হুকুম করবেন ঠিক তখনি সে মিনিমাইজ হবে
অথ্যাৎ আপনি নিজে তাকে মিনিমাইজ করলে সে হবে নতুবা নয়।
দ্বিতীয় গুনটি হল এর।
অনেক ভিডিও আছে যাহা নাইট মোডে রেকর্ড করা বা অন্দকার ছন্ন ভাবে
বিভিন্ন কারণে তোলা হয় কিন্তু আমরা যখন এই গুলো দেখি অনেকটা Darkness
কিছু বুজি না কি ঘটছে,আপনি ওইসব ভিডিও কে এই প্লেয়ারে দেখে দারুন মজা পাবেন
কারন এই প্লেয়ার টির আছে Video Adjust Panel  আমি নিছে দেখিয়ে দিলাম
কি ভাবে অন্দকার ছন্ন ভিডিও গুলো কে সাধারন ভিডিও এর মত দেখতে পারবেন।
আমি যেখানে একটি বিত্ত বানিয়ে দিলাম এখানে ক্লীক করলে  Video Adjust Panel Open হবে।
আর কাজ করা অবস্তায় যখন আপনি এই প্লেয়ার টিতে কিছু দেখতে যাবেন।
এটি আপনার ফুল ইউন্ডো/স্কিন হয়ে থাকবে তাই মাউস দিয়ে নিছের বাম কোন থেকে
কারসর করে টেনে আপনি আপনার কাজের ইউন্ডো এর সাথে মিলিয়ে নেবেন।
অথ্যাৎ যত টুকু আপনার প্রয়োজন পড়ে,এবং এই সাইজ টি একবার করলে পুনরায়
আর করতে হবেনা,আপনি ছাইলে পরে বাড়াতে বা ছোট করতে পারবেন একি নিয়মে।
এবার শেষ কথা।
ধরুন আপনি একটা সিডি বা ডিভিডি দেখবেন এই প্লেয়ার টিতে
তারজন্য আপনাকে শুধুমাএ ১ম ভাগটা প্লে করে দিলেই হল বাকি গুলো
অটোমেটিক প্লে হতে থাকবে এবার যদি ১০টি ভাগ ও হয়।
কোন সমস্যা নেই,বা আপনি ১ম ভাগটি প্লে করে বা প্লে করার আগে সবকয়টা ফাইলকে
বাম পাশের এ্যাড/রিমুভ বারে মাউস দিয়ে টেনে নিয়ে ছেড়ে দিন।
এবার আমার ছলে যাবার ক্ষন আমার পূর্বে এমন পোষ্ট হয়ে থাকলে সম্মানিত
এ্যাডমিনগন অবশ্যাই আমাকে জানাবেন তাহলে আমার কাজ আমি করব
আপনাদের কষ্ট করতে হবেনা।
এতক্ষন যার প্যাঁচাল পাড়লাম তার স্বাদ নিতে এখানে ক্লীক করে ডাউনলোড করুন
তবে আমার মুরব্বী রা ফাইল টার সাইজ একটু মোটা মোটা প্রায় ৩৫.এমবি।
এবং অনেকে আমার ফাইল শেয়ারিং সাইট থেকে বলেন যে তিনি ডাউনলোড করতে
পারতেছেন না আসলে একটু মন দিয়ে দেখলেই সব করা যায়।ঠিক মিডিয়াফায়ার এর মতোই
কোথায় ক্লীক করলে অটোম্যাটিক ডাউনলো্ড শুরু হবে দেখুন।
আল্লাহ আমাদের সকলের সহায় হউক।
এবং এই মহা পবিএ ঈদুল ফেতরে সবাই গরীব/মিসকিনদের প্রতি একটু বেশি করে সাহায্য
করবেন কারন।
একবার ছিন্তা করে দেখুন আমাদের দিন/রাত  কাঠে রাজ প্রাসাদে বা এসি রুমে।
আর ওরা পড়ে থাকে রাস্তার ধারে খোলা আকাশের নিছে।হয়তবা আমার আল্লাহ ছাইলে
ওদের জীবনটা আমাদের কে ও দিতে পারতেন,সুতরাং আল্লাহ তায়ালুর দরবারে আমাদের
শুকরীয়া যানানোর বা কৃতজ্ঞতা প্রকাশ এর কোন ভাসা নেই।
আল্লাহ হাফিজ।





এখনি ডাউনলোড করে নিন ১০০% কাজের একটি ডাটা রিকভারি সফটওয়্যার।

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ্‌র রহমতে সকলেই ভাল আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি আপনাদের কে একটি ঈদ উপহার দিব। উপহারটি হল একটি ডাটা recovery সফটওয়্যার। যেটি আমি ব্যবহার করে আমি অন্য সব সফটওয়্যার এর চেয়ে ভাল ফল পেয়েছি। সফটওয়্যারটি হল MiniTool Power Data Recovery 6.6। সাইজ মাত্র ৬ মেগা। এটি আমি আপনাদের ঈদ উপলক্ষে আপনাদের গিফট দিচ্ছি। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হল।
সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক MiniTool Power Data Recovery 6.6
Keygen ডাউনলোড লিঙ্ক Download
ধন্যবাদ সবাই ভাল থাকবেন, সকলের ঈদ কাটুক আনন্দে।




Fresh Diagnose 8.16 পুরাই পোর্টেবল মাত্র ৩ মেগা

Fresh Diagnose এক ধরনের ইউটিলিটি যা দিয়ে আপনার পুরো কম্পিউটার সিষ্টেমকে বিশ্লেষন করতে পারবেন।
আপনি আপনার কম্পিউটারের সমস্তপ্রকার হার্ডওয়্যার, সিপিইউ এবং হার্ডডিস্ক পারফর্মেন্স, ভিডিও সিষ্টেম, মাদারবোর্ড ইনফরমেশন ছাড়াও আরো অনেক কিছু স্ক্যান করে এর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট বের করতে পারবেন সহজেই।
এটা ফ্রী ওয়্যার তাই কোন লাইসেন্স-টাইসেন্স লাগবে না। সম্পূর্ন বীনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর আপনাদের জন্য আমিতো বরাবরই পোর্টেবল ভার্সন নিয়ে আসি যা ইনষ্টল দেওয়ার প্রয়োজন নাই।
ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?qkei21243y141k8
এটা  Windows 98/2K/XP/2K3/Vista/7 ওপারেটিং সিষ্টেমে চালাতে পারবেন। আর সাইজ মাত্র ৩ মেগাবাইট।
ধন্যবাদ সবাইকে; ভাল থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন