বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

৩১। ফাইল/ফোল্ডার নিয়ে দুশ্চিন্তার দিন শেষ! File Locker দিয়ে এক ক্লিকেই Protect করুন।

আমাদের পিসিতে অসংখ্যা ফাইল বা ফোল্ডার থাকে। ক্ষেত্রবিশেষ বা নিরাপত্তার খাতিরে অনেক সময় ঐ সকল ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আমরা অনেকেই পাস ওয়ার্ড বা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি যেমন- Fake Folder, Folder locker, Folder Hide, Folder shielded ইত্যাদি। মূলত এই সকল সফটওয়্যার ব্যবহারে  ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড ছাড়াও আরো নানাবিধ কাজ করা যায়। অর্থাৎ এক দিকে যেমন এই গুলোর সুবিধা রয়েছে। তেমনি এর কিছুটা অসুবিধা রয়েছে। যেমন-
১। কোথায় ফাইল হাইড হয়ে থাকে বা লুকায়িত হয় তা সহজে বোঝা যায় না।
২। যারা নতুন ইউজার তারা অনেকেই বুঝতে পারেন না কোন অপশনে ক্লিক করে কোন কাজ করতে হয়।
৩। এমন কিছু সফট ওয়্যার আছে যেগুলো কাজের সুবিধার্থে মাঝেমধ্য আনইনষ্টল করতে অসুবিধা সৃষ্টি করে।
৪। অনেক ক্ষেত্রে আনইনষ্টল করলে অন্য সকল প্রোগ্রামের সাথে মিসিং করে পরবর্তীতে পিসি বুট হবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
যাইহোক আমি ইতিপূর্বে ঐ সকল সফটওয়্যার ব্যবহার করেছি এবং প্রথমদিকে আমি নিজেও প্রতিবন্ধকতার মধ্য পড়েছিলাম। এখন আমি আপনাদরকে এই রকম একটি সফটওয়্যার উপহার দিব। যার মাধ্যমে আপনার ফাইল বা ফোল্ডার গুলোকে খুব সহজেই পাস ওয়ার্ড দ্বারা প্রটেক্ট করে রাখতে পারবেন, ফাইল লুকায়িত রাখতে পারবেন। আবার এই সফটওয়্যারটি অন্য সকল সফটওয়্যারের মত আপনাকে বিরক্ত করবে না।
এই সফটওয়্যারটির নাম Easy File Locker সাইজ মাত্র কয়েক কিলোবাইট। প্রথম দিকে তো আমার হাসি পাচ্ছিলো। এমন একটি ছোট সফট কি কাজ করবে। কিন্তু ব্যবহারে আমার মুখ হা হয়ে গেল- যে কারনে-
১। এক ক্লিকেই লক অফ-অন করা যায়।
২। পিসির অযথা জায়গা দখল করে না বা পিসির পারফরম্যান্স Slow করে না।
৩। আপনার অগোচরে কেউ এই সফটওয়্যারটি আনইনষ্টল করতে পারবে না। কারন পাস ওয়ার্ড চাইবে।
একদম Free Version. তাই আপডেটের ভয় নাই।
সফট: এখন ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
১। এবার যে সকল ফাইল বা ফোল্ডারে আপনি পাস ওয়ার্ড দিবেন বা অন্যদেরকে দেখাবেন না তাহলে সেই সকল ফাইলগুলো মাউস পয়েন্টারের সাহায্য ড্রাগ করে এই সফটওয়্যারের মধ্য ছেড়ে দিন।
২। মেনুবার থেকে System> Set Password এ যান। এবার নিজের ইচ্ছামতো Password সেট করুন। তাহলে সফট ওয়্যারটি ওপেন ও আনইনষ্টলের সময় Password  চাইবে। অন্যর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবে।
৩। ইচ্ছা করলে আপনি উক্ত প্রটেকশনকে নিজের ইচ্ছামত Modify করতে পারেন মেনুবারের Modify আইকনে ক্লিক করে। Modify না করলেও হবে।
৪। ধরে নিলাম আপনার যাবতীয় ফাইল/ ফোল্ডারগুলোকে সিলেক্ট করা শেষ। এবার প্রটেকশন করতে মেনুবার থেকে System> Start Protection এ ক্লিক করুন। তাহলে ফাইল/ ফোল্ডারগুলো পাসওয়ার্ড দ্বারা হাইড হয়ে যাবে। আপনি ব্যতিত অন্য কেউ আপনার ফাইলে প্রবেশ করতে পারবে না। এখন আপনি যদি আপনার ফাইলগুলোকে নিয়ে কাজ করতে চান বা শো করতে চান তাহলে পূনরায় Easy File Locker চালু করে
মেনুবার থেকে System>Stop Protection-এ ক্লিক করলেই হবে।
বিঃদ্র-
যখন আপনার ফাইল/ফোল্ডারগুলো সিকিউরিটিতে থাকবে তখন দেখবেন, Start Protection অপশনটি Disable দেখাচ্ছে অর্থাৎ লেখা অনুজ্জল অবস্থাতে আছে। প্রোটেকশন না থাকলে Stop Protection লেখাটি অনুজ্জল দেখাবে।)
আজ তাহলে এই পর্যন্তই। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি।-শুভ সকাল
ডাউনলোড লিংক নিচে-



উধাও করে দিন Recycle Bin কে এবং নতুন একটি তৈরী করুন System Tray তে!

সালাম ও শুভেচ্ছা নিবেন আশাকরি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকে তাদের পিসির ডেস্কটপকে একদম খালি রাখতে অর্থাৎ নীট এন্ড ক্লীন রাখতে পছন্দ করেন। কিন্তু তার পর ও একটা আইকন কে বাদ দেওয়া যায় না সেটা হল Recycle Bin।

আজ আমরা দেখব কিভাবে Recycle Bin কে ডেস্কটপ থেকে মুছে ফেলা যায় এবং সাথে সাথে এটিকে  System Tray তে নেওয়া যায়। এই জন্য আপনাদেরকে একটা ছোট্ট ফ্রিওয়্যার ইউটিলিটি ডাউনলোড করতে হবে। এ্রর নাম MiniBin। ডাউনলোড করুন এই লিংক থেকে। ইনস্টল করার পর সিস্টেম ট্রে তে রিসাইকেল বিনের একটা আইকন দেখতে পাবেন। যা ডেস্কটপের রিসাইকেল বিন আইকনের মতই কাজ করবে। এখন আমাদের কাজ হল ডেস্কটপের রিসাইকেল বিন আইকনটি সরাতে হবে। এজন্য নিচের ধাপগুরো অনুসরণ করুনঃ
১.  Run কমান্ড চালু করুন।
২. এবার Run এ rundll32.exe shell32.dll,Control_RunDLL desk.cpl,,0 কপি করে পেস্ট করুন এবং Enter দিন।
৩. Desktop Icon Settings চালু হবে। এবার Desktop icons এর সব টিক চিহ্ন তুলে দিন। অবশ্য আপনি যদি শুধু রিসাইকেল বিন বাদ দিতে চান সেক্ষেত্রে শুধু Recycle Bin থেকে টিক চিহ্ন তুলতে হবে।
৪. Apply -> OK দিন।
দেখুন আপনার ডেস্কটপ হতে রিসাইকেল বিন সরে গেছে এবং সিস্টেম ট্রের টি অবশ্যই রয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে।





আপনার কম্পিউটার এর জন্য একটি সফটওয়্যার


আসসালামু আলাইকুম, সবাইকে আবারও পিসি হেল্পলাইনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করি সবাই ভাল আছেন। কেমন হত যদি আপনার কম্পিউটার আপনার চেহেরা দেখে খুলে যেতো? এমন অনেক সফটওয়্যার আছে তবে এগুল যেকোনো মানুষ কে দেখলে খুলে যায় :o  । তবে আজকে আমি আপনাকে একটা সফটওয়্যার দিবো যা শুধু আপনার চেহেরা দেখে খুলবে । এই সফটওয়্যারটি এই ব্লগ এ আগেও একজন দিয়ে ছিল তবে সবাই বলেছিল এটা যেকোনো মানুষ কে দেখলে খুলে যায় তবে আমি আপনাকে ওই সফটওয়্যার টির আপডেট ভার্সন দিবো যেটি যেকোনো মানুষের চেহেরা দেখলে খুলে যায় তবে আমি আপনাদের একটি ত্রিক শিখাব যা দিয়ে এটা শুধু আপনার চেহেরা দেখে খুলবে ।এই সফটওয়্যার টির জন্য শুধু আপনার একটা ওয়েবক্যাম প্রয়োজন। সফটওয়্যারটির নাম:keylemon ২.৫.৬ ভার্সন । প্রথমে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃhttp://software-files-a.cnet.com/s/software/12/63/94/18/cbsidlm-cbsi3_2_5_53-KeyLemon-10973375.exe?token=1344955589_dfaa18aadb267a019774126ddc1b8089&lop=link&ptype=3001&ontid=2348&siteId=4&edId=3&spi=&pid=12639418&psid=10973375&isDlm=1&fileName=cbsidlm-cbsi3_2_5_53-KeyLemon-10973375.exe
তারপর আপনি সেটআপ করে নিন। আপনি যখন ফেস মডেল টি বানাবেন তখন আপনি আপনার ওয়েবক্যাম এর দিকে তাকাবেন। ফেস মডেল তৈরি হলে আপনি keylemon control center খুলুন এবং বাম দিক থেকে ওয়েবক্যাম সিলেক্ট করুন এবং এই লাইন টি খুজুনঃkeylemon stops using webcam after 60 seconds of inactivity এখন ৬০ র জাগায়ে ৩০ লিখুন । এবার কম্পিউটার রিস্টার্ট দিন এবার আপনার চেহেরা দেখে কম্পিউটার খুলে যাবে । আবার রিস্টার্ট দিন তবে এবার অন্য কাউকে বশান কম্পিউটার এর সামনে দেখুন কম্পিউটার খুলে যাবে :o আবার রিস্টার্ট দিন তবে এবার দেখবেন যে কেউ ই বসুক কম্পিউটার এর সামনে কম্পিউটার খুলবে না । শুধু একমাত্র আপনি বসলে খুলবে। আমাকে মাফ করবেন কারন আমি আপনাদের এটার ফুল ভার্সন দিতে পারিনি তবে আপনার এটার মেয়াদ কখন শেষ হবে না।
যদি আপনার আমার এই পোস্ট টি ভাল লাগে তাহলে আপনি দয়কাআ করে ফেসবুক এ লইকে দিন।
ধন্যবাদ। :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন