সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

আপনার কম্পিউটার এর Start মেনুর নাম পরিবর্তন/রিনেম করুন। কম্পিউটার বন্ধ করলেও পরিবর্তন হবে না!!!






আপনার কম্পিউটার এর Start মেনুর নাম পরিবর্তন/রিনেম করুন

আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি
আমি আজকে যে ট্রিক্স টা দেখাবো তা খুরশিদ সিহাব ভাই একবার দেখিয়েছিলো
কিন্তু উনার সিস্টেমে পরিবর্তন করলে কম্পিউটার বন্ধ করলে বা কিছুক্ষন পর আবার Start লেখাই হয়ে যেত
আমার পদ্ধতি টা অনুসরন করলে সবসময় আপনার দেওয়া নাম টা Start মেনুতে দেখাবে
নিচের ছবিটা দেখুন

কি ভাবে করবেন?
কোন চিন্তা নেই
প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে সফটোয়ার টা ডাউনলোড করে নিন
এরপর নিচের পদ্ধতি অনুসরণ করুন
আপনার ডাউনলোড করা সফ টা ইন্সটল দিন
সফটোয়ার টা ওপেন করুন
এরপর File – open থেকে C:\WINDOWS যান
এখান থেকে explorer নামক ফাইল টি খুজে বের করে ওপেন করুন
এখন বাম পাশের string table ডাবল ক্লিক করুন
তারপর নিচ থেকে ৩৭ নাম্বার ফাইল টা ডাবল ক্লিক করুন
এখন দেখুন নিচে English (United state) নামে একটা লেখা এসেছে
এটা তে ক্লিক করুন
এখন ডান পাশে ৫৭৮ নাম্বার এর ডানপাশে দেখুন Start লেখা আছে
এটিতে ডাবল ক্লিক করে রিনেম করে আপনার ইচ্ছা মত নাম দিন (যেমনঃ AL-AMIN)
তারপর নিচ থেকে ৩৮ নাম্বার ফাইল টা ডাবল ক্লিক করুন
এখন দেখুন নিচে English (United state) নামে একটা লেখা এসেছে
এটা তে ক্লিক করুন
এখন ডান পাশে ৫৯৫ নাম্বার এর ডানপাশে দেখুন Start লেখা আছে
এটিতে ডাবল ক্লিক করে রিনেম করে আপনার ইচ্ছা মত নাম দিন (যেমনঃ AL-AMIN)
নিচের ছবিটা দেখুন

এখন file-save as ক্লিক করুন
এখন explorer এর আগে আপনার দেওয়া নাম টি লিখে সেভ করুন। অর্থা AL-AMINexplorer লিখে সেভ করুন
সফ টা ক্লোস করে দিন
এবার start- Run (windows+R) যান
লিখুন   Regedit   এন্টার দিন
Registry Editor ওপেন হবে
এখন HKEY_LOCAL_MACHINE- Software- Microsoft- Windows NT – Current – Version – Winlogon যান
এখন ডান পাশের Shell নামের ফাইল টা খুজে বের করে ডাবল ক্লিক করুন
নিচের ছবিটা দেখুন

এবার explorer.exe এর বদলে আপনার দেওয়া নামexplorer.exe লিখে এন্টার চাপুন। অর্থা AL-AMINexplorer.exe  লিখে এন্টার চাপুন
Registry Editor বন্ধ করে দিন
ব্যাস কাজ শেষ
এখন একবার কম্পিটার রিস্টার্ট দিয়ে দেখুন!!
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন