শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

২৪। এবার এক ঢিলেই একাধিক পাখি শিকার করুন! তথা- ইউটিউব থেকে ভিডিও নামানো, অডিও রের্কডার, স্কীন রেকর্ডিং,ভিডিও কনভার্টার সহ আরো অনেক কিছু!!


আসসালামু আলাইকুম। সবাই ভাল আছেন তো?
সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। অবশ্য পোস্টটি লিখেছি মাল্টিমিডিয়াকে কেন্দ্র করে। অর্থাৎ বিভিন্ন ওয়েব সাইট হতে কিভাবে ভিডিও ফাইলগুলো ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটাই আজকে দেখাব। বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন সাইট হতে ভিডিও ফাইল ডাউনলোড করতে হয়। বিশেষত মুভি, নাটক, গান ইত্যাদির ভিডিও গুলোই ডাউনলোড করতে বেশী পচ্ছন্দ করি। ভিডিও ডাউনলোডের সাইটগুলোর মধ্য ইউটিউব বর্তমানে সেরা। কারন এখানে হাজার হাজার ভিডিও ফাইল প্রতিনিয়তই আপলোড হতেই থাকছে, এখানে এমন কোন ভিডিও ফাইল নাই যা আপনি খুজে পাবেন না! এখানে যে কেউ ভিডিও ফাইলগুলোকে শেয়ার করার জন্য আপলোড করতে পারে। এবং ইউটিউব সাইট গুলোর ফাইলগুলোও বিভিন্ন খন্ডে/অংশে থাকে। তাই ভিজিটরেরা প্রয়োজনীয় অংশটুকু সার্চ করে ডাউনলোড করতে পারেন।
কিন্তু ইউটিউব সাইটের একটি সমস্যা রয়েছে তাহলো- এই সাইট হতে ভিডিও নামাতে কোন ডাউনলোড লিংক পাওয়া যায় না। তাই অনেকের ইচ্ছা থাকা স্বত্তেও ফাইল ডাউনলোড করতে পারেন না। কিন্তু ইউটিউব ব্যতিত অন্য সাইটের ভিডিও ফাইলের পাশে লিংক থাকে। যাইহোক ইউটিউব সাইট হতে ভিডিও ফাইল নামাতে অনেকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন যেমন- ওয়েব ব্রাউজার সাইটে ট্যাগ/অ্যাডঅন ব্যবহার করে, বিভিন্ন ডাউনলোড ব্রাউজার সফট: ব্যবহার করে কিংবা অন্য কোন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে।

আমার মতে এই সকল পাদ্ধতির মধ্য ভাল হয় খার্ডপার্টিকে বেছে নেওয়া। তবে খার্ডপার্টি সফট: ব্যবহার করলেই হবে না। দেখতে হবে কোনটি মান সম্পন্ন, ব্যবহার সহজ, বিট টরেন্ট ও ডাউনলোড স্পীড ভাল মানের ……. ইত্যাদি। আসলে ইউটিউব ডাউনলোডের অসংখ্যক সফট: আছে। এর মধ্য দুটি সফট: আমার নিকট খুব ভাল লেগেছে, নিজেও ব্যবহার করছি। তাছাড়া ইউজার রেটিং, ডাউনলোড রেটিং এর দিক হতে নিম্নরুপ সফট: গুলো শীর্ষ অবস্থানে রয়েছে।
১। a tube catcher  & ২। Save 2 PC Ultimate
এর মধ্য ১ম টি ফ্রী ও ২য় টি টাকা দিয়ে ক্রয় করতে হয়। আজকের পর্বে ১ম টির ব্যবহার সম্পর্কে আলোচনা করব এবং ২য় টির আলোচনা করব অন্য একটি পর্বে। তাহলে চলুন একটু বেড়িয়ে আসি a tube catcher  জগতে-
 এর ব্যবহারের কি সুবিধা আছে তা এক নজরে দেখে নিই-
১। শুধু ইউটিউব সাইট নয় আরো সকল সাইটের ভিডিও ফাইল সহজেই নামাতে পারবেন।
২। শুধু পিসিতে দেখার ভিডিও ফাইল নই, এখান থেকে কনভার্ট করে যে কোন ডিভাইসে উক্ত ফাইলটি রান করতে পারবেন যেমন-Ipod, Java Phone, PSP, GPS devices, MP4 Players, Cell Phone ইত্যাদি
৩। ডাউনলোডকৃত ফাইলকে যে কোন ভিডিও ফরম্যাটে ফরম্যাট করতে পারবেন।
৪। শুধু ভিডিও ডাউনলোড করা নই a tube catcher  এর সাহায্য ডাউনলোডকৃত ফাইলসমূহকে সিডি/ডিভিডি আকারে রাইট/বার্ণ করতে পারবেন।
৫। আপনি যদি নেটে অনলাইন রেডিও শুনে থাকেন তাহলে a tube catcher  এর সাহায্য তা অডিও রেকর্ডে কনভার্ট করে ইমেজ আকারে সেইভ করে রাখতে পারবেন।
৬। তাছাড়া আপনি আপনার ডেস্কটপ স্কীনের যে কোন চিত্রকে ভিডিও ফাইল আকারে সেইভ করতে পারবেন a tube catcher  এর সাহায্য। মূল কথা স্কীন রেকর্ড করতে পারবেন। যেখানে বাড়তি কোন সফট: ইনস্টল করার প্রয়োজন নাই।
৭। After All- Its Free Version. No Payment.
৮। এর ডাউনলোড স্পীড অনেক ভালো। নিচু মানের গতিতেও ডাউনলোড করতে সমস্যা করে না।
৯। আপনি এবার নিজেই ভাবুন একটি সফট: এত সুবিধা যেখানে অন্য থার্ডপার্টিতে এত সুবিধাই পাবেন না।
 কিভাবে কাজ করবেন-
প্রথমে সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। এর ডাউনলোড লিংক এই পোস্টের আলোচনার শেষে সংযোজন করেছি। সফটওয়্যারটি ইনস্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-

এবার যে সাইট হতে ভিডিও ফাইলটি ডাউনলোড করবেন তার লিংক URL- অংশে পেষ্ট করুন।
Save To- এখানে কোথায় সেইভ করবেন তা দেখিয়ে দিন।
Output Profile- ডাউনলোডকৃত ভিডিওটি কোন ফরম্যাটে সেইভ করতে চান তা সিলেক্ট করে দিন। সবশেষে Download অংশে ক্লিক করুন। ব্যাস এবার দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে-

স্কীন রেকর্ড কি ভাবে করবেন-
a tube catcher  চালু করে Screen Record বাটনে ক্লিক করুন > Select Area তে ক্লিক করুন কতটুকু অংশে বা এরিয়াতে রেকর্ড করতে চান।
২। Select Out of Folder – এখান থেকে দেখিয়ে দিন ইমেজ অংশ কোথায় সেইভ হবে।
৩। Recordings Option – এখানে হতে (P)দিন তথা- Record Cursor, Follow Mouse
৪। অতপর Start বাটনে ক্লিক করুন।
এটি চালু করে আপনি পিসিতে যে কাজ করেন না কেন তা ভিডিও রেকর্ড আকারে সেইভ হতে থাকবে। বিষয়টি অনেক মজার তাই না!

অন্যান্য অপশনের কাজ সহজে নিজেই করতে পারবেন যেমন- Video converter, CD/DVD Creator, Audio recorder ইত্যাদি।
এবং নিজে কোন কিছু কাষ্টমাইজ করতে হলে উক্ত সফট: এর Tools অপশনে ক্লিক করলেই যাকতীয় সেটিংস পেয়ে যাবেন।
 আজ এই পর্যন্তই।  পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না! এবং পোস্টটি দ্রুতভাবে পাবলিশ করার কারনে কোন ত্রুটি দৃষ্টিগোচর হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকুন!  ***খোদা-হাফেয***

Please Click Here Download Now 












সেরা ড্রাইভার ডাউনলোডার এবং অটোমেটিক সফটওয়্যার আপডেটার একের ভিতর তিন,সফটওয়্যার + কিজীনসহ মেয়াদকাল ১৮ বসর পর্যন্ত।

ALL IN ONE DRIVER
বিসমিল্লাহির রাহমানীর রাহিম।
আসসালামু আলাইকুম,
পিসি হেল্প লাইনের সম্মানিত সকল এ্যাডমিন থেকে শুরু করে সকল ভিসিটর ভাই বোনদের প্রতি আমার শুভেচছা জানিয়ে আজকের  আমার এই পোষ্ট লিখতে শুরু করলাম। ভুল ক্রুটি হয়ে থাকলে আমার পক্ষ থেকে ক্ষমা ছেয়ে নিচ্ছি।
আপনি কি জানেন আপনার পিসিতে কোন কোন ড্রাইভার টি নেই বা থাকলে ও কেন কাজ করছেনা।একটু খুলে বলি আমার ব্র্যান্ড নিউ ল্যাপটপ মাএ ১মাস হলো।
এখন আমি যেখানে থাকি সেখানে প্রায় সময় ওয়াইফি কানেক্ট পাই এই সুজোগ কি ভাবে হাত ছাড়া করি সেটা আপনারাই বলেন।তাই আমি অবিরাম চেষ্টা করে গেলাম সুজোগটা কাজে লাগাতে এবং এক সময় আমি সেই ওয়াইফাইর নিরাপত্তা পাসওয়ার্ড ভেংগে ভিতরে প্রবেশ ও করে গেলাম।ঢুকার পরে দেখি আমার পিসিতে ওয়াইফাই আছে ঠিকিই বাট কাজ করতেছেনা। তাড়াতাড়ী গেলাম IDB তে ওখানে গেলে কিছুক্ষন পরে আসতে বলে। পরে আসলে বলে নিয়ে যান হয়ে গেছে এই ভাবে তিনবার গেলাম। ফলাফল জিরো আমিও দমে থাকবার নই কয়েকদিন নেটে ঘাটাগাঠি করে পেলাম আমার প্রিয় এই সফটওয়্যারটি।
এখন আমি পুরোদমে ওয়াইফাই থেকে নেট চালাইতেছি। তবে এটা কোন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং সফটওয়্যার নয়। আপনারা চাইলে পরে আরেকটা পোষ্ট করবো
এই বিষয় নিয়ে। এই সফটওয়্যারটির মুল কাজ হলো আপনার পিসিতে যদি কোন
ড্রাইভার এর সফটওয়্যার না থাকে, আপনার সিস্টেমের মান অনুযায়ী সে নিজ থেকে ডাউনলোড করে নিবে। আপনাকে কস্ট করে ঘন্টার পর ঘন্টা নেটে ব্যয় করতে হবেনা। দিত্বীয়ত পিসিতে ড্রাইভার আছে আপডেট নেই যার জন্য আপনি কিছু করতে গেলেন বা দেখতে গেলেন। ড্রাইভার সফটওয়্যার না থাকার কারনে সেটা হচ্ছেনা। এর মাধ্যামে আপডেট করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে প্রেস করুন।
কিজীন ডাউনলোড করতে এখানে প্রেস করুন
আরেকটা কথা যখন আপনি কিজেন থেকে রেজিস্টার করার জন্য পাসওয়াড নেবেন তখন আপনি জেনারেট এ ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভ্যালিডিটি সিলেক্ট করতে পারেন ১বসর থেকে শুরু করে ১৮ বসর পর্যন্ত।
সফটওয়্যারটি ব্যবহার বিধি প্রয়োজন বোধ মনে হলে চিত্র গুলো দেখে নিতে পারেন।  ছিএ-১  ছিএ-২  ছিএ-৩  ছিএ-৪
পিসি হেল্প লাইনের সংগে থাকুন কিছু জানতে এং জানাতে।
আজ আর নয়
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন