হাজার হাজার গান এবং হাজার হাজার রেডিও স্টেশন একটি সফটওয়ারেই!!!
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজার সফটওয়ার। যার মাধ্যমে আপনি হাজার হাজার রেডিও স্টেশন এবং হাজার হাজার গান শুনতে পারবেন। আমাদের দেশের যেই নেট স্পিড তা দিয়ে বাফারিং ছাড়া গান শোনা সম্ভব নয়। তাই আজ আপনাদের জন্য এই সফটওয়ার টি উপহার দিলাম এতে ১৫ মিলিয়ন গান এবং ১১০০০+ রেডিও স্টেশন শোনা যাবে কোন রকম লোডিং টাইম ছাড়াই!!

এই সফটওয়ারের মাধ্যমে আপনি ইংরেজি বাংলা হিন্দী সহ আরো অনেক ভাষার গান শুনতে পারবেন।আর এই অসাধারন মিউজিক প্লেয়ারের নাম হলো Nexus Radio। এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এটার ব্যবহার খুব সহজ তাই বিস্তারিত লিখলাম না। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
Auto Screen Recorder Pro 3.1.375 + serial key (একটা প্রফেশনাল স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার)
আজ আপনাদের সাতে শেয়ার করবো চমৎকার একটা সফটওয়্যার (Auto Screen Recorder Pro 3.1.375)
এটা মূলত স্ক্রিন রেকর্ড এর একটা প্রফেশনাল সফটওয়্যার ! কী সহ ! মাত্র 04.01 MB
*ব্যাবহার প্রণালী *
প্রথমে
সফটওয়্যার টি ডাউনলোড করে সেটআপ দেন পিসি রিস্টার্ট চাইলে দিন , এখন
AutoScreenRecorder 3.1 Pro আইকন এ ডবল ক্লিক করুন এবং সফটওয়্যার এর কী দেন
নীচের পিকচার এর মত আসবে ↓↓
এখন হট কী গুলা মনে রাখুন
১। রেকর্ড স্টার্ট →F9
২। রেকর্ড স্টপ → F10
৩। Pause/ Resume →Alt+F9
৪। Cancel →Alt+F10
৫। Screen Zoom →F4
এখন
AutoScreenRecorder 3.1 Pro টি ডেক্সটপ থেকে ” X ” ক্লোজ করে দিন। এইবার
এই শর্ট কাট কী গুলা ব্যাবহার করে আপনার কাজ করতে পারবেন।
এখন নিচের পিকচার টি লক্ষ্য করুন ↓↓
To → ক্লিক করার পর আপনাকে দেখাবে আপনে কি ফর্মেট এ ভিডিও টি সেভ করতে চান ? এখন আপনার ইচ্ছা মত একটা ফর্মেট নির্বাচন করে দিতে পারেন।
এখন নীচের পিকচার টি লক্ষ্য করুন ↓↓
Auto Text →Options এ ক্লিক করে →Date,Time, Computer name, User Name, Note ←এই বক্স গুলা মার্ক করা থাকে । আপনি প্রয়জন মনে করলে মার্ক দিতে ও পারেন আবার তুলে দিতে ও পারে সেটা আপনার ইচ্ছা 
হুম… কাজ শেষ ! এখন স্ক্রিন রেকর্ড করুন এডিট করুন যত ইচ্ছা
সফটওয়্যার ডাউনলোড লিংক
Mediafire File Password → (bimsylhet)
ছবির মান ঠিক রেখে স্বয়ংক্রিয় ভাবে ফাইলের সাইজ কমিয়ে নিন খুব সহজে।
ছবির মান ঠিক রেখে কিভাবে ছবির ফাইলের সাইজ কমানো যায়? আজ হাতের কাছে সফট টি পেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। সফট টির নাম FILEminimizer Pictures মাত্র ৪.৮৫ মেগাবাইট। এটি ছবির মান কে ঠিক রেখে স্বয়ংক্রিয় ভাবে কম্প্রেস করে ফাইলের সাইজ কে কমিয়ে আনে। কি বিশ্বাস হচ্ছেনা? তাহলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন FILEminimizer Pictures কে তারপর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিলে পেয়ে যাবেন সেট আপ ফাইল। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন———————-
এবার ধাপে ধাপে টিপস টি অনুসরন করুন।
- যে ছবি গুলিকে কম্প্রেস করতে চান তা সিলেক্ট করুন।
- কম্প্রেস করা ফাইল গুলি কোথায় রাখবেন তা দেখিয়ে দিন।
- কম্প্রেস করার জন্য Optimize Files এ ক্লিক করুন দেখুন স্বয়ংক্রিয় ভাবে ফাইলের সাইজকে কমিয়ে দিয়েছে।
- Custom Compression করতে চাইলে এখানে ক্লিক দিয়ে কত সাইজে করবেন তা সিলেক্ট করুন।
নিজেই তৈরি করুন কম্পিউটারের স্ক্রিনসেভার খুব সহজেই।
হা বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি, সুন্দর একটি সফট নিয়ে। যা দিয়ে আপনি আপনার পছন্দ অনুসারে ছবি দিয়ে এ্যানিমেটেড স্ক্রিন সেভার তৈরি করে আপনার ডেক্সটপ কে দিতে পারেন ভিন্ন মাত্রার স্বাধ। সফটির নাম Animated Screensaver Maker মাত্র ১০.৮ মেগাবাইট। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করার পর ইন্সটল করুন। এক্সট্রাক্ট করার সময় পেয়ে যাবেন সিরিয়াল কি তা দিয়ে রেজিঃ করে নিন। তাহলে কিভাবে কাজ করবেন তা একবার দেখে নেয়া যাক। ইন্সটল করার পর ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন———————
১। আপনি এখানে প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারেন।
২। এখানে আপনি যে ছবিকে স্ক্রিন সেভারে রাখতে চান তা সিলেক্ট করুন।
৩। আপনি এখানে কোন ধরনের এ্যানিমেশন চান তা সিলেক্ট করুন।
৪। Create Sccrensaver এ ক্লিক দিয়ে আপনি স্ক্রিন সেভার হিসেবে আপনার মনোনীত ছবিকে ইন্সটল করে নিতে পারেন।
৫। এখানে আপনি এ্যানিমেশন কে বিভিন্ন রুপ দিতে পারেন।
তো বন্ধুরা সফট টি কাজে লাগিয়ে দেখুন কেমন লাগে। আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগছে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
Network LookOut Administrator Pro 3.7 দিয়ে মনিটরিং করুন সকল পিসি
আস-সালামু আলাইকুম ; সবাই আশাকরি ভালই আছেন । আজ যে সফ্টওয়্যার টা শেয়ার করবো ; তা দিয়ে আপনারা নেটওয়ার্ক কানেক্টটেড কম্পিউটারগুলো মনিটরিং করতে পারবেন। দেখতে পারবেন ঐ পিসির ইউজার গুলো কি ক করছে । শুধু দেখতেই নয় আপনার মাউস ও কী-বোর্ডের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রনও করতে পারবেন।
এছাড়াও তারা তাদের কম্পিউটারে কি করছে তা রেকর্ড করে রাখতে পারবেন ।
তাদের কে কোন ইনষ্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে আপনার ডেস্কটপ ও তাদেরকে দেখাতে পারবেন।
তাদের কে কোন ইনষ্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে আপনার ডেস্কটপ ও তাদেরকে দেখাতে পারবেন।
তাদের
এটেনশনের জন্য ঐসব পিসিতে ম্যাসেজ পাঠাতে পারবেন। যেমন মনে করুন তারা পিসি
তে গেম খেলছে ; আর আপনি তাদেরকে গেম খেলতে নিষেধ করে একটা ম্যাসেজ
পাঠালেন।

সফ্টওয়্যারটি
ডাউনলোড করে প্রতিটি পিসিতে ইনষ্টল করে ফেলুন। ইনষ্টল করার সময়
পাসওয়্যার্ড দিতে বলবে। তখন আপনার ইচ্ছামতো পাসওয়্যার্ড দিয়ে দিন।
পরবর্তীতে এই সফ্টওয়্যারটি ওপেন করতে এই পাসওয়্যার্ড দিতে হবে।
এছাড়াও ইনষ্টল করতে দুটো অপশন পাবেন; সেখান থেকে আপনার পিসি Network LookOut Administrator Console সিলেক্ট করুন

এবং অন্য পিসিগুলোতে ইনষ্টল করার সময় Network LookOut Agent সিলেক্ট করুন।
এরপর স্বাভাবিক নিয়মেই ইনষ্টল শেষকরে; Add Computer থেকে আইপি ও পাসওয়্যার্ড দিয়ে এড করুন। এবং মনিটরিং করতে থাকুন।
ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?kmacka156ca6435
এটার সাইজ মাত্র ৭ মেগাবাইট। আর এটা Windows 98/2000/XP/2003/2008/Windows Vista/Windows Vista x64/Windows 7/ Windows 7 x64 অপারেটিং সিষ্টেমে সাপর্ট করবে ।
আমার পোষ্টগুলো কেমন হয় আশাকরি জানাবেন। এই পোষ্টের মাধ্যমে ১০০তম পোষ্ট পুরন হলো।
জানিনা
কতগুলো পোষ্ট আপনাদের কাজে লেগেছে বা লাগবে । তবে চেষ্টা করেছি সবগুলোই
যেন আপনাদের উপকারে আসে। হয়তো প্রথম দিকে তেমন ভাল পোষ্ট করতে পারি নাই।
কারন তখন আমার অভিজ্ঞতাও ছিল হাটু সমান।
ধন্যবাদ সবাইকে ; ভাল থাকবেন । আমার জন্য দোয়া করবেন।
*****************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন