রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

হাত নাড়িয়ে অথবা মাথা নাড়িয়ে কম্পিউটার অপারেট করা সম্ভব

পোস্টটি 448 বার দেখা হয়েছে
আগস্ট ৩০, ২০১২
লিখেছেনঃ ZAHID

সালাম নিবেন সবাই, আপনারা হয়তবা সাই-ফাই ফিল্মে দেখেছেন হাত নাড়িয়ে অথবা মুখের এক্সপ্রেসন দিয়ে কম্পিউটার চালাতে।
তাছাড়া এখন কিছু স্মার্ট টিভিতেও এই ফিচার দেয়া হয়েছে।
এখন, আপনার কম্পিউটারে এই ফিচার আনবেন কিভাবে?
বেশী কিছু করতে হবে না, নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিনঃ
https://flutterapp.com/
এটি সম্পূর্ণ ফ্রী একটি সফটওয়্যার (ওপেন-সোর্স)।
শুধুমাত্র উইন্ডোজ ৭ ব্যাবহার করেন যারা তারা এই সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। তাছাড়া ম্যাক ব্যাবহার করেন যারা তারাও পারবেন।
কি কি লাগবে?
আপনার কম্পিউটারে একটি ওয়েব ক্যামেরা থাকলেই চলবে।
কিভাবে ইন্সটল করবেন?
যেভাবে আপনি অন্যান্য সফটওয়্যার ইন্সটল করে ঠিক সেইভাবে। তবে, কনফিগার করার সময় আপনাকে খুব ধৈর্য নিয়ে করতে হবে। নিচের লিঙ্ক থেকে বিস্তারিত ধারণা পাবেনঃ https://flutterapp.com/ ড্রপ-ডাউন করলেই দেখতে পারবেন।
আর, এই ভার্সনটি শুধু মাত্র মিডিয়া প্লেয়ারের জন্য আপনি কনফিগার করতে পারবেন। আশা করি, ভবিষ্যতে এই সফটওয়্যারের প্রফেশনাল ভার্সন পাব।
তাহলে, ইঞ্জয় করুন।
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।






আসুন শখ করে একটু জ্যোতিষ হই।

বিসমিল্লাহির রহমানির রহীম। আমাদের পাশের দেশ ভারতের প্রায় 90 কোটি মানুষ জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশ বাংলা দেশের মানুষ এটা বিশ্বাস করে না। একদম যে করে না তা নয়, কেউ কেউ করে আবার কেউ কেউ করে না। যেমন আমি ও খুব একটা বিশ্বাস করি না।

তবুও জ্যোতিষ শাস্ত্রের উপর একটা সফটওয়ার আমার সামনে পড়ল তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে একবার ব্যবহার করে দেখতে পারেন। সবচেয়ে বড় বিষয় হল এটি সম্পূর্ণ বাংলা ভাষায়। এটার সাইজ 27 মেগাবাইটের মত। এটার সাহায্যে আপনি যা যা করতে পারবেন তা হল:
1. সফটওয়্যারটিতে চিত্রপক্ষ অয়নাংশ বা লাহিরী অয়নাংশ, রামন অয়নাংশ, কৃষ্ণমূর্তি অয়নাংশ এবং থিরুকানিথম অয়নাংশের মতো বিভিন্ন অয়নাংশ রাখা হয়েছে৷
2. সফটওয়্যারটিতে রয়েছে সপ্তাহের দিন বিশেষে পঞ্চাঙ্গ ভবিষ্যদ্বাণী, জন্ম নক্ষত্রের হিসাবে ভবিষ্যদ্বাণী, তিথি হিসাবে ভবিষ্যদ্বাণী, করণ হিসাবে ভবিষ্যদ্বাণী এবং নিত্য যোগ হিসাবে ভবিষ্যদ্বাণী৷
3. আপনার চরিত্র এবং জীবনের উপর গ্রহের প্রভাবের উপর ভিত্তি করে পুঙ্খানুপুঙ্খ ভাবা ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে ব্যক্তিত্ব, শারীরিক গঠন, স্থিতির ভবিষ্যদ্বাণীর জন্য প্রথম কক্ষের বিশ্লেষণ করা হয়েছে৷
4. জন্ম নক্ষত্র গণনা করে এবং সংশ্লিষ্ট সমগ্র নক্ষত্রের বৈশিষ্ট্য দেখায়৷
5. দশা এবং ভুক্তি (অপহারা) সময়কাল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া হয়েছে, আবার প্রতিটি দশা সময়কালের অন্তর্গত প্রতিটি ভুক্তির আরম্ভ এবং অন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া হয়েছে৷
এছাড়াও এই সফটওয়ারটিতে আরও অনেক কিছু আছে, তাই পারলে একবার ব্যবহার করে দেখতে পারেন।  ডাউনলোল লিংক
সবাইকে ধন্যবাদ।




ভিবিন্ন বড় ধরনের ওয়ার্কস্টেশনে,বা অফিসে এই সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেন এতে আপনি A-Z কাজ সারাতে এবং রেকর্ড রাখতে পারবেন

 সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
আপনি কি একটি কর্মী হাজিরা তথ্য ম্যানুয়াল রেকর্ড রাখতে চান ? আপনি কি আপনার
কর্মীদের হাজিরা হিসেব রাখতে চান ? আপনি কি আপনার কর্মীদের ওয়ার্কিং টাইমিং
হিসেব রাখতে চান ? হ্যা বন্দুরা এই সমস্ত সম্পূর্ণ আরো আমার অজ্ঞাত বিষয় গুলো
নিয়েই হিসেব নিকেশ রাখার জন্য মুলত এই সফটওয়্যার টি তৈরি হয়েছে যার কাজ
ই হল আমার নিম্মে উল্লেখিত বিষয় গুলি।
এবং এতে কাজ করা ও একদম সহজ কোন জামেলা নেই বল্লেই চলে আপনার
প্রয়োজন অনুযায়ী এর মেইন ইউন্ডো থেকে ক্লিক করুন এবং কাজ করুন আমি
একটু অপারেট করে দেখেছি এবং দেখলাম কোন জামেলা নেই,একদম সহজ
ভাসায় বুজানো হয়েছে এর প্রতিটি ধাপ ও কাজের বিষয় টি।
এই সফটওয়্যার টি আপনি যখন তাদের থেকে কিনবেন আপনাকে তারপর ৩০
দিনের জন্য ফ্রি দেওয়া হবে,আমি কিন্তু আপনাদের কে সেরকম দিচ্ছি না আমি
আপনাদের কে তার আনলিমিটেড ইউজ টাইম দিচ্ছি সিরিয়াল কী সহ ।
আমি এই সফটওয়্যার টির ব্যাবহার বিধি নিয়ে  স্কিন সর্ট  দিয়ে শেষ করতে পারবোনা
তাই দিতে পারলাম না বলে দুঃখিত কারন ব্লগের নিয়মের বাইরে যেতে চাইনা তবে
নিরাশ হওয়ার কিছু নেই, তাই আমি আপনাদের কে সরাসরি এই সফটওয়্যার এর
ওয়েভসাইট এর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এবং এই লিংক টি হল এর
টিঊটিরিয়্যাল গাইড
এই সফটওয়্যার টি ব্যাবহার করে অসংখ্যা কোম্পানি উপকৃত হয়েছেন বা হচ্ছে
এর আছে দুনিয়া জুড়ে সুনাম এবং সে পেয়েছে,অসংখ্যা অসংখ্যা এবং অগণিত
অগণিত পুরস্কার কোন কোন কোম্পানি তাকে পুরস্কিত করেছে তাহা দেখুন
এখানে ক্লিক করে
কয়েকটা স্কিন সর্ট দিলাম এই গুল দেখলে আশা করি এর গুনাগুন এবং কার্যকারিতা
সম্পর্কে বুজতে পারবেন।








সফটওয়্যার ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন
সিরিয়াল কী-মেকার এর জন্য এখানে ক্লিক করুন
সবাই ভাল থাকবেন
এবং ভুল ক্রুটি হয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দেবেন,
আল্লাহ হাফিজ





সহজে অপ্রয়োজনীয় এবং ডুপ্লিকেট ফাইল খুজে বের করুন আপনার কম্পিউটার থেকে,এবং কম্পিউটার কে করে তুলুন গতিময়,সফটওয়্যার + সিরিয়াল।


সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।
আমাদের কম্পিউটারে খেয়ালে এবং অখেয়ালে আমরা ভিবিন্ন সময় ভিবিন্ন ফাইল
একাদিক বার আমাদের হার্ড ডিস্কে সেভ দিয়ে রাখি,এবং দেখা গেছে সেই ফাইল
টি সাইজে ও অনেক বড়,অথছ ফাইলটি ২বার সেভ হয়ে আছে আমাদের হার্ড ডিস্কে
এবং এতে একদিকে হার্ড ডিস্কের স্পেস নিচ্ছে,অন্য দিকে হার্ড ডিস্ক
ভারি ও হয়ে আছে,এই সমস্ত ডুপ্লিকেট ফাইল খুজে বের করার জন্য এই
সফটওয়্যার টি খুব শক্তিশালী,তাই আমি মনে করি এই সফটওয়্যার টি
অন্তত একবার হলে আপনার পিসিতে ইন্সটল দিয়ে দেখুন কোন ডুপ্লিকেট
ফাইল আছে কিনা যদি থেকে থাকে তাহলে অবশ্যাই ডিলেট করে দেবেন
তবে আপনি যখন ডুপ্লিকেট ফাইল খুজবেন তখন আপনার পিসিতে যদি ডুপ্লিকেট
ফাইল থাকে একি সাথে ২টি ফাইল ই এখানে দেখতে পাবেন এবং ২ফাইল ডিলেট
করবেন না শুধুমাএ যে কোন একটি ফাইল ডিলেট করে দেবেন।এবং ডুপ্লিকেট
বলতে আমি সব ফাইল কে বুজাচ্ছি যেমন,মিউজিক,ফটো,ভিডিও,টেক্সট,ভিবিন্ন
সফটওয়্যার,
নিছে ছিএে দেখুন


ইন্সটল শেষে স্কিন ফোল্ডারে ক্লিক করে আপনার ফোল্ডার এ্যাড করে নিবেন,এবং স্টার্ট ক্লিক করবেন

তার পর যদি ডুপ্লিকেট ফাইল থাকে এখানে দেখতে পাবেন,এবং এখানে ও তাই দেখাচ্ছে


এবার আপনি ছাইলে ডিলেট করে দিতে পারেন তবে,দেখে ডিলেট করবেন এবং সন্দেহ
থাকে ফাইল টি দেখার জন্য ব্রাউজ এ ক্লিক করে দেখে নিন এবং যে কোন একটি ফাইল
ডিলেট করে দিন।


সফটওয়্যার ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন এখানে একি সাথে কী-মেকার সহ পাবেন
,৩২বিট এবং ৬৪বিট এর জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে
এখানে তাই দেখে ইন্সটল করবেন।
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ 7 95/98/Me/2000/XP/Vista/Windows
32 বিট বা 64 বিট
RAM-র পরিমাণ: 128 মেগাবাইট
হার্ড ড্রাইভ: 5 মেগাবাইট
তাহলে আজ এ পর্যন্তই পরি শেষে আপনাদের মঙ্গল কামনা করে
এখানেই ইতি টানলাম।
আল্লাহ হাফিজ




ইউএসবি/পেনড্রাইভে ফাইল সেভ করে নিরাপদ এবং সুরক্ষিত ভাবে অপসারণ করুন কম্পিউটার থেকে.

আচ্ছালামু আলাইকুম,
এখন লিখছি পেনড্রাইভ কে নিয়ে,অনেক সময় দেখা যায় আমরা যখন
আমাদের বা অন্যর কম্পিউটার থেকে কিছু কপি করে নেই,পেনড্রাইভের
মধ্যে,এবং সেটা যখন আবার অন্য একটি কম্পিউটারে  প্রবেশ করাই
তখন আর সেই সেভ করা ডাটা খুজে পাওয়া যায়না বা যদি ও পাওয়া যায়
সেটা পুরো নেই/এবং ফাইল খুলতে চায়না,তার কারন একটাই ডাটা যদি
ও কপি হয়েছে ঠিক ভাবে আপনার ইউএসবি তে সেভ হয়নি ভাল ভাবে
যার জন্য এখানে মিসিং দেখাচ্ছে,এমন সমস্যা অহরহ ঘটছে বা ঘটেছে।
এই সফটওয়্যার টি হল এর জন্যি ইউএসবি তে ফাইল কপি করে ১০০%
নিরাপদে সেভ দিতে পারবেন ৫.৫৫ এমবি এর সাইজ প্যাঁচ সহ।
এবং এতে ফাইল মিছিং বা না থাকার সম্ভাবনা ০% মাএ
তাই কারো প্রয়োজন হলে নিতে পারেন আমি শেয়ার করলাম আপনাদের উদ্দেশ্য
সফটওয়্যার এবং প্যাঁচ একি সাথে ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন
সবাই ভাল থাকুন এবং ভাল কাজ করুন
আল্লাহ আপনাদের সকলের সহায় হউক
ফি আমানিল্লাহ




নিয়ে নিন FaceBook Blaster Pro ভার্সন ৯.0.0 সফটওয়্যার এবং সিরিয়াল কী সহ ( ১.৫৭ এমবি মাএ )

আচ্ছালামু আলাইকুম,
FaceBook Blaster সম্পর্কে অনেকই জানেন এবং এর কার্যকারিতা ও জানেন
তাই আর যানা জানি করাতে চাইনা,এই ভার্সন টা হল  ৯.0.0
কার কার প্রয়োজন খালি ডাউনলোড করে নিন।

Fully Automatic Benefits:

Auto Mass Friend Requests

Auto Mass Friend Messages

Auto Mass Friend Wall Poster

Auto Mass Amber Alerts

Auto Mass Captcha Bypass

Free Life Time Updates

সফটওয়্যার  এবং সিরিয়াল কী-এক সাথে দিয়ে দিলাম
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন
ভাল লাগলে অবশ্যাই কমেন্ট করবেন।
আল্লাহ হাফিজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন