রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

এক পিসি তে দুইটা বা তারবেশি অপারেটিং সিস্টেম ব্যাবহার করুন, খুব সহজ উপায়ে !!!

বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ।
অনেক অনেক দিন পরে এই ব্লগে লিখতে এলাম । সিহাব ভাইকে অনেক ধন্যবাদ দেই , কারন এই ব্লগ বলুন আর গ্রুপ বলুন ; মানুষের জন্য এগিয়ে এসে সাহায্য করার মন মানসিকতা  তিনি আমাকে দিয়েছেন ।
***যারা আগে থেকে বিষয়টা জানেন , এটা তাদের জন্য নয় ।***
                       **যারা জানেন না, এটা তাদের জন্য**
                               **ভুল হলে ক্ষমা করবেন**
                         **দয়াকরে কপি ,পেস্ট করবেন না ।**
         **এটা যে কোন লেখকের লেখার মন মানসিকতা নষ্ট করে দেয়**
তবে এবার আসল ব্যাপারে যাই …………
প্রথম দিকে উইন্ডোজ এক্সপি এর উপরে ঝোঁক থাকলেও বর্তমানে আমরা ধীরে ধীরে উইন্ডোজ ৭ এর দিকে ঝুকে পরছি । এর একটা প্রধান কারন হল নতুন ভার্সন এ অতিরিক্ত নুতুন নতুন ফিচার । না বললেই নয় , উইন্ডোজ ৭ এ উইন্ডোজ এক্সপির মত কিছু অতিরিক্ত সফটওয়্যার ব্যাবহার এর হাত থেকে বাঁচা যায় । তারপর এখন যে নতুন নতুন সফটওয়্যার গুলো আসছে সেগুলো এক্সপি তে ব্যাবহার করা যায় না । যেমনঃ ফেসবুক চ্যাট , মাইক্রোসফট অ্যান্টিভাইরাস ইত্যাদি । আবার বিভিন্ন কারনে আমাদের পুরনো সফটওয়্যার ও পুরনো গেমস খেলার জন্য আমাদের এক্সপি দরকার । মাঝে মাঝে ভাবেন “যদি দুইটা উইন্ডোজ একসাথে চালানো যেত !! “
এখন আবার উইন্ডোজ ৮ ও চলে আসছে , তবে পুরোটা আসেনি । কেউ কেউ চায় সেভেন বা এক্সপি এর পাশাপাশি উইন্ডোজ ৮ ও চালাতে ।
যেমন আমিও চালাই ,উইন্ডোজ ৮ এবং এক্সপি একসাথে ।
তবে চলুন ঝটপট দেখে নেই , কিভাবে এই কাজটা করবেন ।
১। প্রথমে আপনার হার্ড ডিস্ক এ দুইটা পার্টিশন নির্বাচন করুন । প্রতিটা ২০ জিবি মত হলেই চলবে ।
২। এবার প্রথমে সি ড্রাইভ ছাড়া অন্য যে ড্রাইভ এ আরেকটি উইন্ডোজ সেটআপ দিবেন বলে ঠিক করেছেন সেখানে , ওই উইন্ডোজ টা সিডি / ডিভিডি বুট করে ফরমেট দিয়ে সেটআপ দিন ।
৩। এবার , অন্য আর একটা উইন্ডোজ এক- ই ভাবে সি ড্রাইভ এ সেটআপ দিন ।
প্রাথমিক কাজ শেষ ।
এবার , যথারীতি শেষবারে , অর্থাৎ সি ড্রাইভ এ যেটা সেটআপ দিয়েছেন সেটা দিয়ে পিসি চালু হবে । এবার এখান থেকে এই ছোট্ট সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল দিন ও ওপেন করুন ।


১। উপরের ছবির মত “ Add New Entry “ ট্যাব এ যান ।
২। অপারেটিং সিস্টেম সিস্টেম সিলেক্টসন ট্যাব থেকে উইন্ডোজ এ যান ।
৩। “Type” থেকে আপনার অন্য ড্রাইভ [ সি ড্রাইভ বাদে অন্য যে ড্রাইভ] এ অন্য যে উইন্ডোজ সেটআপ দিয়েছেন সেই নাম টা সিলেক্ট করুন ।
৪। যখন সেটা চলে আসবে , তখন “Add Entry “ তে ক্লিক করুন ।
৫। আপনার উইন্ডোজ টা বুট লিস্ট এ অ্যাড হল কিনা দেখতে , নিচের ছবিটার মত “Edit Boot Menu “ তে ক্লিক করুন ।


৬। উপরের ছবিটা তে দেখুন উইন্ডোজ ৮ ও উইন্ডোজ এক্সপি নামে দুইটা উইন্ডোজ অ্যাড হয়েছে ।
৭। “Timeout Options “ থেকে কত সময় উইন্ডোজ বা বুট সিলেক্টসন মেন্যু দেখাবে তা সিলেক্ট করুন । এখানে “skip the boot menu” তে টিকা দেয়া আছে । আপনি “Boot default OS after “ এতে টিকা দিন এবং টাইম টা ফিক্স করুন ।
৮। সেভ সেটিং এ ক্লিক করুন ।
সবকাজ শেষ । এবার পিসি রিস্টার্ট দিলে বুট এর সময় ওই দুইটা উইন্ডোজ এর নাম দেখতে পাবেন । যেটা খুশি সিলেক্ট করে এন্টার প্রেস করলে সেটা চালু হবে । যেহেতু ৩০ সেঃ ডিফল্ট সিলেক্টসন দেয়া আছে , সেহেতু ৩০সেঃ এর ভিতরে কোন টা সিলেক্ট না করলে ডিফল্টটা চালু হয়ে যাবে । আমার এখেনে উইন্ডোজ ৮ ডিফল্ট করা আছে ।
আপনি চাইলে আরও অপারেটিং সিস্টেম একসাথে ব্যাবহার করতে পারেন । পদ্ধতি একই । শুধু , সি ড্রাইভ এর টা সব শেষে সেটআপ দিবেন । ডিফল্ট হিসেবে সাধারনত সি ড্রাইভ এর ওএস টা থাকে । আপনি চাইলে ডিফল্ট পরিবর্তন করতে পারবেন ।
আমি এখানে শুধু বেসিক টা শেয়ার করলাম । দুটা অপারেটিং সিস্টেম চালানোর জন্য এটাই যথেষ্ট । তবে এই সফটওয়্যার এ আরও অনেক অপশন আছে , চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন ।
আশা করি উপকারে আসবে ।
আপনাদের উপকারে আসলে আমারও ভাল লাগবে ।
সবাই ভাল থাকবেন , আমার জন্য ও দোয়া করবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন