সহজেই পরিবর্তন করুন আপনার পিসির হার্ডড্রাইভের ব্যাকগ্রাউন্ড
লেখাটি আপনার পছন্দ হয়েছে?
কম্পিউটার ব্যবহার করেন অথচ মাই কম্পিউটার খুলে
হার্ডড্রাইভগুলোতে প্রবেশ করেন না, এমন একজন মানুষকেও খুজে পাওয়া যাবে বলে
মনে হয় না। কিন্ত কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের ভিতরে যেই ডিফল্ট
ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটি
অনেকেরই অপচন্দ। তাই অনেকেই কম্পিউটারের হার্ডড্রাইভ ব্যাকগ্রাউন্ড
পরিবর্তন করে মজার কোন ছবি সেট করে রাখে। ইচ্ছে করলে আপনিও আপনার পিসির
হার্ডডিস্ক ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। শুধু তাই নয়
আপনি চাইলে আপনার পচন্দ অনুযায়ী যে কোন একটি ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে
সেটিংস করে নিতে পারেন।
১। প্রথমে Start Menu > Run Command দিয়ে Notepad লিখে এন্টার দিন। ফলে Notepad চালু হবে।
২। নিম্নের কোডসমূহ কপি করে Notepad এ Paste করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=\Alam Anik.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0

৪। (যেমন: IconArea_Image=\Alam Anik.jpg এখানে Alam Anik.jpg হলো মূল ফাইল নেইম)
৫। Notepad ফাইলটি Save করুন desktop.ini নামে।
৬। আপনার কম্পিউটারের যেই ড্রাইভে ব্যাকগ্রাউন্ড সেট করতে চান, সেই ড্রাইভে কাঙ্খিত Image এবং desktop.ini ফাইল দুইটি Paste করুন।
৭। একবার Refresh করুন এবং দেখুন আপনার কাঙ্খিত Image দ্বারা ব্যাকগ্রাউন্ডটি সেট হয়েছে।৮। আপনি চাইলে প্রত্যেক ড্রাইভে একই নিয়মে আলাদা আলাদা ব্যাকগ্রউন্ড সেট করতে পারেন।
এরকম আরও কিছু পোস্টঃ
- ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন ছোট একটি কোড দিয়ে
- সহজেই লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক
- ডেস্কটপ আইকনের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেলে যা করবেন
- সহজেই পরিবর্তন করুন এক্সপির ডিফল্ট সাউন্ড
- খুব সহজেই নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসিকে!
- সহজেই বন্ধ করুন আপনার হ্যাং হওয়া প্রোগ্রাম
- সহজেই মুক্তি লাভ করুন আপনার ইউপিএসের বিরক্তিকর শব্দ হতে
লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন