কে কে বাংলা পড়তে পারেননা আপনার কম্পিউটারে এই নিন টিপস ও ক্ষুদ্র একটি বাংলা ফ্রন্ট এবং সেটিং গাইড ছিএসহ।
আচ্ছালামু আলাইকুম,
রামজানুল মুবারক
বন্দুগন কেমন আছেন সবাই আশা করি পরম করুনাময় মহান আল্লাহ্ তায়ালার অসীম রহমতে
আপনারা সবাই ভালোই আছেন।এবং আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আপনারা
সকলেই।
মুল আলোচনা হলোঃ
আমরা অনেকেই আমাদের পিসিতে বাংলা কিছুই পড়তে পারিনা।যদিও আমাদের সিস্টেমে অভ্র
বা বিজয় বা অন্য কোন বাংলা সফটওয়্যার বা ফ্রন্ট থাকে তারপরেও সমস্যাটা ফেস করতে হয়।
বা বাংলা জদিও আসে সেটা উল্টা বাএলেমেলোএবং ছোট ছোট ঘর হয়ে থাকে।
তখন কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই বা সমাধান খোজার চেস্টা করে ও পাইনা।
আসলে কাজটা বেশি কিছু নয় এবং জামেলা ও নয়।শুধু আপনাকে আপনার পিসির সেটিংস টা
একটু ঠিক করে নিতে হবেএই পর্যন্ত ই কাজটি তাহলে চলুন দেখিয়ে দেই কি ভাবে কাজটি করবেন।
যদি আপনার সংগ্রহে কোন বাংলা ফ্রন্ট না থাকে।আর যদি থেকে থাকে তাহলে সেটি ব্যাবহার
করতে পারেন কোন সমস্যা নেই। আমি অবশ্য এই বাংলা ফ্রন্ট টির একজন ভক্ত বলতে পারেন।
এটি আমার ফেভারিট একটি বাংলা ফ্রন্ট।ফ্রন্টটি ডাউনলোড হয়ে গেলে আপনার পিসির রান কমান্ড এ যান।
এবার টাইপ করুন এখানে FONT
এবং এন্টার দিন। ( অথবা Control Panel থেকেও Font সিলেক্ট করে এই কাজটি করতে পারেন )
এবার যে ফ্রন্টটি ডাউনলোড করেছেন সেটাকে Copy করে নিন।
এখানে পেস্ট করুন এবং এই ইউন্ডোটি ক্লোজ করে দিন।
এবার ফিরে ছলূন আপনার ব্রাউজারে ওখানে ক্লীক করুন
Tools>Options >
Content> Default Font:ওখানে হয়তো Times New Roman থাকতে পারে আপনি
এটাকে বদলে দিন ( SolaimanLipi ) সিলেক্ট করুন।বা আপনার যে ফ্রন্টটি আছে সেটাকে সিলেক্ট করুন
এবার Advanced..এক্লীক করুন।
এখানে যে ভাবে সেটিংস দেখতে পাচ্ছেন ঠিক এ ভাবেই আপনার সেটিংস টাও
ঠিক করে নিবেন।এবার ওকে দিয়ে পেইজটি ক্লোজ করে ব্রাউজারে গিয়ে বাংলা সাইট খুলে
দেখুন কেমন প্রেস বাংলা দেখা যাচ্ছে আপনার পিসিতে।
আশা করি পোস্ট টি নতুনদের জন্য কাজ দিবে।পুরাতন অনেকেই এইকাজটি জানেন।
আশা করি কোন ভুল ধরবেন না।পুরাতন পিসি ব্যাবহার কারিগন।
ধন্যবাদ সবাইকে।
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন