কম্পিউটারের সকল Duplicate File মুছে ফেলে হার্ডডিস্কের মেমোরি ফ্রি রাখুন

সফটওয়্যারটি ওপেন করলে উপরের ছবির মত দেখতে পাবেন। এখন উপরে বাম পাশে যেখানে কম্পিউটারের সকল ড্রাইভগুলো শো করছে সেখান থেকে আপনি কোন কোন ড্রাইভ ডুপ্লিকেট ফাইলের জন্য সার্চ করবেন তা সিলেক্ট করে দিন। আপনি চাইলে একসাথে সবগুলো কিংবা আলাদা আলাদা ড্রাইভ কিংবা ফোল্ডার সিলেক্ট করে সার্চ করতে পারেন। এখন Select which type of duplicate file should be found এই লেখার নিচে দুটি অপশন আছে যদি সবধরনের ফাইল একসাথে সার্চ করতে চান তবে প্রথমটি মানে Look for all file types সিলেক্ট করুন। আর যদি আলাদা আলাদা কোন ফরমেটের ফাইল সার্চ করতে চান তবে দ্বিতীয় অপশনটি মানে Look for these file types only সিলেক্ট করুন এবং কি কি ধরনের ফাইল সার্চ করতে চান তা সিলেক্ট করে দিন। এবার নিচের দিকে লক্ষ্য করুন Ignore files smaller than এরকম একটি অপশন আছে। আপনি যদি চান কোন নির্দিষ্ট সাইজের নিচে ফাইল সার্চ করবে না তাহলে এখান থেকে নির্ধারন করে দিন। আর কোন সাইজ নির্ধারন করতে না চাইলে অপশনটির টিক মার্ক তুলে দিয়ে Search-এ ক্লিক করুন। অপেক্ষা করুন সার্চ সম্পন্ন হয়ে গেলে নিচের ছবির মত আসবে।

এখান থেকে সিলেক্টে ক্লিক করলেই দেখবেন সফটওয়্যারটি অটোমেটিক প্রতিটি ডুপ্লিকেট ফাইলের একটা রেখে বাকি সব অতিরিক্ত ফাইলগুলো সিলেক্ট করে নিয়েছে। তারপর Delete Selected Files-এ ক্লিক করে OK ক্লিক করুন। কাজ শেষ এখন আর আপনার কম্পিউটারে কোন ডুপ্লিকেট ফাইল নেই। এখন থেকে পরিচ্ছন্ন ফাইল কালেকশনের সাথে কম্পিউটার ব্যবহার করুন। আমাদের ওয়েবসাইটের লেখাগুলি আপনার ফেসবুক ওয়ালে পেতে চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ লার্ন ফর পিসি লাইক করুন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট সময় পেলে দেখুন:
Bijoy banno 2012 Full Version
“Free PDF to Word Converter” দিয়ে PDF file কে DOC file এ পরিবর্তন করুন
আপনি আপনার ইন্টারনেট শেয়ার করুন connectify দিয়ে
নিজেই ডাউনলোড করে নিন যে কোন সফটওয়্যার এর Crack , Serial
ডাউনলোড করে নিন FastStone Capture পোর্টবেল
Download Microsoft Windows 8 Activator Final
ডাউনলোড করে নিন VLC Media player পোর্টবেল
ডাউনলোড করে নিন Windows 7 Manager v4.1.8 পোর্টবেল




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন