সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

এবার যে কোন ভিডিও থেকে ভিডিও লোগো রিমুভ করে নিন মাএ ১/২ মিনিটে লাইসেন্স কী সহ দিলাম।


আচ্ছালামু আলাইকুম,

পিসি হেল্পলাইনে সবাইকে স্বাগতম আমার ২২তম পোস্টে।

আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কে ভালো ভালো কিছু সফ্টওয়্যার উপহার দিতে পারি।
আজকে আপনাদের কে উপহার  দেব ভিডিও লোগো রিমুভ করার একটি দারুন সফ্টওয়্যার। এবং যামেলা বিহীন।আর যামেলা হবে বলে আপনাদের কে আমি ফুল গাইডটি সহ উপহার দিলাম।
সম্পূর্ণ বাংলাতে যা অনুসরণ করলে নিশ্চিন্তে আপনি নিজে নিজেই একশতে একশ।
আমাকে পুনরায় কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করতে হবেনা এমন ভাবে আপনাদের জন্য সাজিয়ে দেব।
তবে কমেন্ট করতে ভুলে যাবেন না।কারন আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে এবং উৎসাহ জাগে লিখতে যাক কথা না বাড়িয়ে ছলুন একে একে সব কিছু জানিয়ে দেই এবং কি ভাবে করবেন বিস্তারিত
আলোচনা শুরু করি।
সফটওয়্যারটির নাম : Remove Logo Now
ভার্সন : 1.0
সাইজ : 8.66 MB
সফ্টওয়্যার টাইপ : Full  Registread Version
যে সকল ইউন্ডোজে ব্যাবহার করা যাবে।
Windows 2K / XP / 2003 / Vista / Vista64 / 7 / 7 x64
এবার কাজের পালা।
প্রথমে ভিডিও লোগো রিমুভার সফ্টওয়্যার টি ডাউনলোড করে নিন এখানে ক্লীক করে
তারপর ইনস্টল করে নিন ইনস্টল শেষে রেজিষ্ট্রেশন করে নিন।রেজিষ্ট্রেশন কী জেন এর
এবার আপনি যে ভিডিও থেকে ভিডিও লোগো রিমুভ করতে ছান সেটিকে রেডি রাখুন এবং Add files এ ক্লীক করুন।এবং আপনার ভিডিও টি এখানে এ্যাড করে নিন।
এবার Find Logo তে ক্লীক করলে সে খুজে বের করে নিবে কোথায় আছে লোগোটি।
লোগোটি যখন পেয়ে যাবে তখন আপনাকে দেখাবে লোগোটি এবং কিছুটা হাল্কা গোলাপি রঙে দেখতে পাবেন
এবার start এ ক্লীক করবেন।এবং Options এ প্রেস করে অডিও সেটিং টা ঠিক করে নিবেন নতুবা শব্দ পাবেন না। আমার পছন্দের বিট হল।
Audio Bit Rate : 128
Audio Sample Rate : Auto
Audio Encoder : MP3
আপনি আপনার পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন কোন সমস্যা হবেনা।
এবং আমি একটি কাজ অলরেডি করে ফেলেছি যে দেখলাম এটি কাজ করে কিনা।
হ্যাঃ সত্যি কাজ করে আমি ইউটিউব থেকে বাংলা একটি ইসলামিক নাত নিলাম।
 নাতটি কেমন প্লিজ একটু শুনে দেখুন এখানে ক্লীক করে
এবং আমি এই ভিডিওটি  থেকে গীতের কলির লোগো এবং নামটা রিমুভ করার
পরের ভিডিওটি এখানে দেখতে পারেন তবে আপনাকে এবার ডাউনলোড করতে
হবে যেহেতু এডিটিং হয়েছে।ডাউনলোড করে দেখে নিন।কেমন লাগছে ভিডিওটি
এবং যাহারা নতুন কম অভিজ্ঞতা নেটে তাদের কে তো আর নিরাশ করতে পারিনা
আমরা পুরাতনদের খালি সফট্ওয়্যার পেলেই ছলে কোন দিক নির্দেশনা লাগেনা।
আর নতুনরা শুধু চারদিকে সাহায্যের জন্য হাতছানি দিয়ে ঢাকে।
তাই তাদের কে খুশি রাখতে বা তারা যাতে বিনা সহযোগিতায় এই সফ্টওয়্যার টি ব্যাবহার
করতে পারে আমি তাদের জন্য আরেকটু কষ্ট করে ছিএসহ একটা পিডিএফ ফাইল বানিয়ে দিলাম
আশা করি নতুনদের কাছ থেকে কমেন্ট পাবো তাদের এই অসীম সহযোগিতার জন্য।
ছিএসহ পিডিএফ ফাইল টি ডাউনলোড করার জন্য এখানে ক্লীক করুন
ভুল হলে ক্ষমা ও সুন্দর দৃস্টিতে দেখার জন্য সকলের প্রতি আমার আবেদন রইলো।
আমার আল্লাহ আপনাদের সকলের প্রতি সহায় হউক,
আল্লাহ হাফিজ।




আপনার কম্পিউটার এর জন্য একটি সফটওয়্যার


আসসালামু আলাইকুম, সবাইকে আবারও পিসি হেল্পলাইনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করি সবাই ভাল আছেন। কেমন হত যদি আপনার কম্পিউটার আপনার চেহেরা দেখে খুলে যেতো? এমন অনেক সফটওয়্যার আছে তবে এগুল যেকোনো মানুষ কে দেখলে খুলে যায় :o  । তবে আজকে আমি আপনাকে একটা সফটওয়্যার দিবো যা শুধু আপনার চেহেরা দেখে খুলবে । এই সফটওয়্যারটি এই ব্লগ এ আগেও একজন দিয়ে ছিল তবে সবাই বলেছিল এটা যেকোনো মানুষ কে দেখলে খুলে যায় তবে আমি আপনাকে ওই সফটওয়্যার টির আপডেট ভার্সন দিবো যেটি যেকোনো মানুষের চেহেরা দেখলে খুলে যায় তবে আমি আপনাদের একটি ত্রিক শিখাব যা দিয়ে এটা শুধু আপনার চেহেরা দেখে খুলবে ।এই সফটওয়্যার টির জন্য শুধু আপনার একটা ওয়েবক্যাম প্রয়োজন। সফটওয়্যারটির নাম:keylemon ২.৫.৬ ভার্সন । প্রথমে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃhttp://software-files-a.cnet.com/s/software/12/63/94/18/cbsidlm-cbsi3_2_5_53-KeyLemon-10973375.exe?token=1344955589_dfaa18aadb267a019774126ddc1b8089&lop=link&ptype=3001&ontid=2348&siteId=4&edId=3&spi=&pid=12639418&psid=10973375&isDlm=1&fileName=cbsidlm-cbsi3_2_5_53-KeyLemon-10973375.exe
তারপর আপনি সেটআপ করে নিন। আপনি যখন ফেস মডেল টি বানাবেন তখন আপনি আপনার ওয়েবক্যাম এর দিকে তাকাবেন। ফেস মডেল তৈরি হলে আপনি keylemon control center খুলুন এবং বাম দিক থেকে ওয়েবক্যাম সিলেক্ট করুন এবং এই লাইন টি খুজুনঃkeylemon stops using webcam after 60 seconds of inactivity এখন ৬০ র জাগায়ে ৩০ লিখুন । এবার কম্পিউটার রিস্টার্ট দিন এবার আপনার চেহেরা দেখে কম্পিউটার খুলে যাবে । আবার রিস্টার্ট দিন তবে এবার অন্য কাউকে বশান কম্পিউটার এর সামনে দেখুন কম্পিউটার খুলে যাবে :o আবার রিস্টার্ট দিন তবে এবার দেখবেন যে কেউ ই বসুক কম্পিউটার এর সামনে কম্পিউটার খুলবে না । শুধু একমাত্র আপনি বসলে খুলবে। আমাকে মাফ করবেন কারন আমি আপনাদের এটার ফুল ভার্সন দিতে পারিনি তবে আপনার এটার মেয়াদ কখন শেষ হবে না।
যদি আপনার আমার এই পোস্ট টি ভাল লাগে তাহলে আপনি দয়কাআ করে ফেসবুক এ লইকে দিন।
ধন্যবাদ।















Memory Booster 14.12.03 ডাউনলোড করে আপনার র‌্যাম এর গতি বারিয়ে নিন।মাত্র ১.৫ mb .


শুরুতেই মহান আল্লাহর নামে শুরু করছি।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের এমন একটি সফটওয়্যার দেখাব যা দিয়ে আপনারা আপনাদের পিসির RAM কে পরিষ্কার করে কিছুটা হলেও গতি বারিয়ে নিন আপনার পিসির। সফটওয়্যার টি মাত্র 1.5 mb।সুতরাং টেস্ট করতে ভুলবেন না।আপনরা সফটওয়্যর টি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেনঃ http://adf.ly/BofDe.




আপনার কম্পিউটারে আপনার অগোচরে বা আপনার অনু উপস্থিতিতে ভাই বোন বা সন্তানরা এবং অন্য যে কেউ কে কি করতেছে বা দেখতেছে যেনে নিন এই অদৃশ্য সফটওয়্যার দ্বারা।

শুরুতেই সকল প্রশংসা মহান প্রভুর নামে।

আচ্ছালামু আলাইকুম,

আশা করি মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলেই
ভালো আছেন এবং আমি ও ভালো আছি আমার জন্য দোয়া করবেন।
এটি  একটি অদৃশ্য সফটওয়্যার  যাহা  সকল ব্যবহারকারীর কাজকর্মের রেকর্ড এবং এনক্রিপ্ট করা লগ ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং লগ ফাইল একটি টেক্সট বা ওয়েব পেজ হিসাবে সংরক্ষিত করে রাখে।এই সফটওয়্যারটি খুঁজে বের করতে পারবে  আপনার কম্পিউটারে আপনি সফরে/বা ঘরের বাইরে  থাকাকালীন কে কি করেছে বা দেখেছে বা কি ব্যাবহার করেছেন।
স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে,ই-মেইলের মাধ্যমে বা আপনি নিজ থেকে দেখে নিতে পারবেন ডেইট বাই ডেইট অনুযায়ী।এবং প্রত্যাকটি কাজের বা পেইজের আলাদা আলাদা স্কীন সর্ট ও দেখতে পারবেন।
এই অদৃশ্য সফটওয়্যারটির বর্তমান বাজার মুল্য ৪৪.৯৫ ইউএস ডলার।
আর দ্বিতীয় বৈশিষ্ট হলঃ
ব্যাবহার কারির ফটো/ছবি ও দেখতে পারবেন (এই সফটওয়্যারটি নিজ থেকেই ব্যাবহার কারির ছবি সেভ করে রাখবে ) এবং এতে আপনার ওয়েভ ক্যামেরা কোন ফ্লাসিং বা কোন সাউন্ড দিবেনা  বলতে পারেন এক কথায় মশা মাছিও টের পাবেনা আপনার ফটো যে ক্যাপছার হবে বা নিবে) যদি আপনার কম্পিউটারে সেই সিস্টেম থাকে আর কি তার মানে বেশি কিছু নয়। একটা ওয়েভ ক্যামেরা থাকতে হবে।
তাই ওয়েভ ক্যামেরা যদি থাকে।তাহলে আপনার পিসিতে একদিনে যদি ৫জন লোক বসে
আপনি ওই ৫জনের কে কতক্ষন ইউজ করেছে এবং কি কি করেছে তার ছেহারা,তার লগিন টাইম
আউট টাইম একই ব্যাক্তি যদি একদিনে ১০বার লগিন করে আপনি ১০বার ই টের পেয়ে জাবেন
এই সফটওয়্যারটির মাধ্যমে।
ওয়েভ ক্যামেরা  না থাকে তাহলে একটি জিনিস থেকে বঞ্ছিত হবেন সেটি হলো ফেইস/
ছবি দেখা তাই একজনের দোষ আরেকজনের গাড়ে ছাপাবেন না ভুলেও।
বিশেষ দ্রষ্টব্য ঃ  এই সফটওয়্যারটি ব্যাবহার করে কারো কোন ক্ষতি করার চেষ্টা করবেন না
আমি আপনাদের সাথে শেয়ার করলাম ( আই মেন জাস্ট ফর ফান )
সফটওয়্যারটির নামঃ Ardamax Keylogger
ভার্সনঃ ৩.৮.৯.১
সাইজঃ ২.০১ মেগাবাইট
লাইসেন্স টাইপ এন্ড ভ্যাইলেডিটিঃ
আন রেজিস্টার ভার্সন মেয়াদকাল ঃ ১সপ্তাহ
রেজিস্টার ভার্সন মেয়াদকাল ঃ কোন লিমিট দেখিনি
এই অদৃশ্য সফটওয়্যারটি চালানো যাবে যে সব ইউন্ডোজে > ইউন্ডোজ ২০০০/০৩,এক্সপি,ভিস্তা,এবং ইউন্ডোজ ( ৭ )সেভেন।
ইন্সটল শেষে একবার রানিং করে নিলেই কাজ শেষ আপনাকে আর কিছু করতে
হবেনা তবে আপনি যখন বাসার বাইরে যাবেন। এই সফটওয়্যার কে আপনার টাস্কবার থেকে হাইড করে দিয়ে যাবেন তার কারন হল ইউজার কারি যদি পটু হয় আমাদের মতো মানে ছালাক আর কি তাহলে কান ধরে বের করে দিবে  কিছু বুজে উটার আগেই তাই খেয়াল করে সিস্টেম টাস্কবার থেকে হাইড করতে ভুল করবেন না এবং ছাইলে সার্টডাউন ও করে দিতে পারেন টাস্কবার থেকে হাইড করলে ভাববেন না যে সব বুজি গোল্লায় গেল।নাহ উনার কাজ উনি ঠিক ভাবেই করে জাচ্ছেন সুতরাং নো ছিন্তা ডু ফুর্তি এর নামি হল অদৃশ্য সফটওয়্যার।
আপনি টাস্কবার থেকে হাইড করে পিসি সার্ট ডাউন করার পরে পুনরায় পিসি স্টার্ট দিলে ও  এটি হাইড অবস্তায় সক্রিয় থাকবে। জতক্ষন পর্যন্ত না আপনি একে টাস্কবারে পুনরায় উজ্জীবিত না করছেন।
আশা করি আপনাদের কে বুজাতে পেরেছি এক এক কথা ২/২ বার ও বলেছি যাতে আপনাদের বুজতে কোন কষ্ট না হয়।তার পরে ও কারো যদি কোন অভিযোগ থাকে
আমাকে কমেন্ট করবেন আমি চেস্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য।
এত বড় ব্লগ কখনো লিখিনী। তাই ভুল হলে আমি দুঃখিত
এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
আমি এতক্ষন ধরে শুধুমাএ এর গুনাগুন নিয়েই ব্যাস্ত ছিলাম এর ব্যাবহার বিধি সম্পর্কে কিছুই বলি নাই তাই সেটা তো আর এখানে লিখা বা দেখানো সম্ভবপর নয়।তাই আমি আবার কষ্ট করে আপনাদের জন্য এর ব্যাবহার বিধি নিয়ে একটা পিডিএফ ফাইল বানিয়ে দিলাম যাতে পাবেন A-2-Z এর প্রত্যেকটি ফাংশান নিয়ে আমি
আলোচনা করেছি এবং ছিএ আকারে আপনাদের সামনে উপস্তাপন করে তুলে ধরলাম।
আল্লাহ্‌ আপনাদের সহায় হউক ফী আমানিল্লাহ।
অনেকেই ইদানিং বলছেন যে ডাউনলোড করতে সমস্যায় পড়েন তাই ২টি করে লিং যুক্ত করে দিলাম।একটায় সমস্যা দেখলে অন্য একটি ট্রাই করবেন।
 অদৃশ্য সফটওয়্যারটি ডাউনলোড করতে নিছের লিংকে যান।
রেজিস্টার কীজেন এর জন্য নিছে ক্লীক করুন।
এর ব্যাবহার বিধি সম্পর্কে ছিএ সহ পিডিএফ এ পেতে ছাইলে এখানে ক্লীক করুন। ১- ড্রপবক্স লিংক  ২- টুশেয়ারেড লিংক






Screen এবং Game রেকর্ড করার জন্য আপনার Total Video Converter-ই যথেষ্ট ।

Screen এবং Game রেকর্ড করার জন্য আপনার Total Video Converter-ই যথেষ্ট ।
আসসালামু আলাইকুম । আল্লাহ্‌র অশেষ রহমতে আমি ভাল আছি । আপনিও ভাল থাকুন সেই দোয়া সবসময় করি ।
আজকে আপনাদের দেখাবো কিভাবে Total Video Converter দিয়ে Screen ও Game খুব সহজেই রেকর্ড করা যায় ।
অনেকেই হয়তো অনেক সফটওয়্যার ব্যাবহার করেছেন কিন্তু দেখা যায় ঐ সফটওয়্যার গুলুতে ভিডিও মান ভাল না । কম্পিউটার স্লও হয়ে যায় । কালার ঠিক থাকে না । এ সমস্যা গুলু থেকে মুক্তি পেতে আপনি Total Video Converter দিয়ে রেকর্ড করতে পারেন ।
এই সফটওয়্যারটি অনেক আগে কেউ একজন এই সাইট এ পোস্ট করেছিল কিন্তু সেটা জুলাই এর পরে ছিল তাই ওটা কেটে গেছে ।
তাই সফটওয়্যারটি আপনার কাছে না থাকলে ডাউনলোড করে নিন ।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে … Download

এখন কিভাবে Screen ও Game রেকর্ড করবেন ?
সফটওয়্যারটি ওপেন করুন , উপরে-ডানে Tools এ ক্লিক করুন । Advenced tools থেকে Desktop Capture & Game Capture ক্লিক করুন । [নিচের ছবিটি দেখুন]
এখন এরকম একটি Window খুলবে ।
এখান থেকে আপনি Game Capture , Desktop Capture করতে পারবেন ।
Capture এ ক্লিক করলেই এটা hide হয়ে যাবে  এবং উপরে বামে Start বাটন আসবে এখন start এ ক্লিক করে রেকর্ড শুরু করুন ।
লেখাটাতে বেশী বুঝানো হয়ে গেছে । আশা করে বুঝতে পেরেছেন । তারপরও সমস্যা হলে জানাবেন । কোন ভুল থাকলে মাফ করবেন ।
সবাই ভাল থাকবেন । আমার জন্য দুয়া করবেন ।
আমার ওয়েবসাইট : www.oshadharon.weebly.com
আল্লাহ্‌ হাফেয … আবার দেখা হবে …





আপনাদের জন্য একটি অশাধারন স্ক্রীন রেকর্ডার


আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি অনেকদিন ধরে পোস্ট লিখতে পারি নি কারন আমার কম্পিউটার কে আমি উইন্ডোজ ৮ প্রোফেসনাল এডিশন এ বদলিএছি তো তাই অনেক জামেলা এ ছিলাম কারন ওইটার জন্য নতুন নতুন সফটওয়্যার ডাউনলোড করতে হয়েছে তবে সত্যি বললাম অশাধারন একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮  প্রোফেসনাল এডিশন । আচ্ছা কথা না বারিয়ে কাজ শুরু করি ।আজকে আমি আপনাদের একটি স্ক্রীন রেকর্ডার দিব যা অশাধারন । আমরা ইন্টারনেট থেকে এরকম সফটওয়্যার ডাউনলোড করলে দেখি এগুল প্রোগ্রাম ওপেন করলে আর রান করে না তবে এই স্ক্রীন রেকর্ডার টি করে ।এমন কি আমরা দেখি ভিডিওর কোয়ালিটি খুবি খারাপ থাকে তবে এটি তে এই সমস্যা হবে না । এটি video tutorial বা গাইড বানাতে সবচেয়ে ভাল ।এটার শাতে আমি আপনাদের দিব ৭৮০ টাকার লাইসেন্স ।এটির এমন অনেক ফিচার আছে জযা বলতে বলতে দিন কেটে যাবে তাই ডাউনলোড করতে এই লিঙ্ক এ জানঃhttp://verzend.be/0xbhwzcxtilw/action_1_7_0_setup.exe.html
ক্র্যাক ডাউনলোড করতে এই লিঙ্ক এ জানঃhttp://verzend.be/0j5itnjtsu39/_.txt.html
আপনি আমার দাওয়া সব লিঙ্ক থেকে রেসুমে সাপোর্ট পাবেন।




আমার নিজের তৈরি করা 3 MB এর টাকা গননার সফটওয়্যার এবং ক্যালকুলেটর লাগবে। লাগলে নিয়ে নেন।

মনে করুন, আপনার কাছে ১০০০, ৫০০, ১০০ সহ বিভিন্ন ধরনের টাকার বান্ডিল আছে। এখন আপনি হিসাব করতে চাচ্ছেন যে আপনার কাছে মোট কত টাকা আছে। সাধারণত যা করতে হয়, তা হলো আপনাকে বিভিন্ন মানের নোটগুলো গুনে মোট নোট সংখ্যার সাথে নোটের মান গুন করে ক্যালকুলেটরে যোগ করতে হবে যাতে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং এটাতে অনেকটা সময় ব্যয় করতে হবে।
কিন্তু Money Count Calculator নামের software টি আপনাকে সাহায্য করতে পারে খুব দ্রুত মোট টাকার পরিমাণ বের করতে। আপনার ১০০০ টাকার নোট কতটি আছে্ তা ১০০০ টাকার বক্সে লিখুন, ৫০০ টাকার কতটি আছে তা ৫০০ টাকার ঘরে লিখুন এভাবে প্রয়োজন মত input দেন। তারপর “Total Amount” button এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাছে মোট কত টাকা আছে! এছাড়া আপনি মোট টাকার সাথে আরো amount যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে পারবেন ক্যালকুলেটর দ্বারা।
এটি আপনি আপনার নিজের কাজে, অফিস, ব্যাংক এবং সহ সব ধরনের দোকানে ব্যাবহার করতে পারবেন যেখানে সবকিছু কম্পিউটারাইসড।
ডাউনলোড লিংকি(Update Version-3):

https://www.dropbox.com/s/g8qv020ggy2yppp/Money%20Counter%20Software%20v%203.0.exe?m
Software টি Download করে Run করুন, তারপর ধুমসে কাজ করুন।
Download Link থেকে অনেকেই Download করতে পারে না। যারা Download Link থেকে Download করতে পারতেছেন না, তারা নিচের নিয়মটি Follow করুন:
01.Link এ CLICK করুন,
02.তারপর 5 ‍Second wait করুন,
03. উপরে ডান পাশে skip ad click করুন ,
04.তারপর Click Download
05. Download will be start.
আমার সবগুলি  Post একসাথে দেখতে চাইলে এই লিংক এখানে ক্লিক করুন।
ভাল লাগলে Comment করুন আল্লাহ হাফেজ


 

আমার নিজের তৈরী করা ছোট একটি software. কিন্তু আনেক বড় বড় কাজ করতে পারে এক নিমিষেই।


নির্দেশনাগুলো অনুসরন করুন
01. প্রথমে 7.zip software টি Install করুন।
02. “Textile Calculation Software.7z” এর উপর Mouse এর Right button ক্লিক করুন।
এরপর 7-zip » Extract to “Textile Calculation Software” এ ক্লিক করুন।
7.zip software টির Download Link:
আমার নিজের তৈরী করা ছোট একটি software. কিন্তু আনেক বড় বড় কাজ করতে পারে এক নিমিষেই।
সফটওয়্যারটি ব্যবহার করতে একটি Password লাগবে, Password টি হল: PARVEZ
যারা Textile Engineering পরতেছেন এবং Textile Engineer হিসেবে কর্মরত আছেন তারা একবার দেখেন, যদি না দেখেন তাহলে হতে পারে অনেক বড় কিছু মিস করলেন । Software টি যারা Textile Engineering পরতেছেন এবং Textile Engineer হিসেবে কর্মরত আছেন শুধু তাদের কাজে লাগবে তা না, সকলের কাজে আসবে। এবার আসেন দেখা যাক Software টি দ্বারা যা যা করা যাবে:
1. বাজারে যে Address Book/ Note Book / Phone Book কিনতে পাওয়া যায়, সেটি আর কিনতে হবে না, সেটি এখানেই পাবেন।
2. একটি নরমাল ক্যালকুলেটর পাবেন।
3. সরল অংক (ভগ্নাংশ সংখ্যা সহ য়ে কোন সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল, ঘনমূল নির্ণয়)করার একটি ক্যালকুলেটর পাবেন।
4. আপনার শরীরের Ideal weight কত থাকলে ভাল(সুস্থ আছেন) সেটা জানার একটি ক্যালকুলেটর পাবেন।
5. এবার আসি Textile Engineering পরতেছেন এবং Textile Engineer হিসেবে কর্মরত আছেন তাদের কি কাজে লাগবে সে বিষয়ে:
i) Count Calculation and Convertion
ii) GSM Calculation
iii) Fabric Conjumption
iv) Colour Matching
6. আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই Software টির “Textile Related Softwar” এই অংশের Count Calculation and Convertion এই Command Button এ ক্লিক করে যে পেইজটি পাবেন সেখান থেকে inch to cm, inch to mm, cm to metre, cm to inch, mm to inch, metre to cm, inch to yd, m to yd, mm to metre, yd to inch, yd to m, metre to mm,inch to m, m to inch, inch to ft, Pound to gm, Oz to lb, Grain to Pound, gm to Pound, lb to Oz, Pound to Grain, Kg to Metric ton, kg to lb, °F to °C , °C to °F , Metric ton to kg, lb to kg তে Convert করতে পারবেন।
07. টাকা গননার সফটওয়্যার ।
08. আপনার কম্পিউটারটি কত সময় যাবত চালু আছে তা জানার সফটওয়্যার ইত্যাদি।
Textile Calculation Software টির Download Link:
****** Software টি Install করতে হবে না । প্রথমে Software টি Unzip করুন (শুরুতেই Unzip করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে)। তারপর Textile Calculation Software(PARVEZ).exe তে ক্লিক করুন। বাস কাজ করুন ধুমসে ।
***** তবে Software টি C: Drive এ না রাখাটাই ভাল কারন Windows Setup দিলে Software টি Delate হয়ে যাবে এবং আপনার Save করা সব মোবাইল নাম্বার, নাম, Address ইত্যাদি তথ্যও Delate হয়ে যাবে।
**** কিন্তু Software টি যদি C: Drive এ না রেখে অন্য কোন Drive এ Save করে রাখেন তাহলে Windows Setup দিলে Software টি আর Delate হয়ে যাবে না।
[বি: দ্র : Office 2007 বা তার পূর্বের version Install করা থাকতে হবে ]
Download Link থেকে অনেকেই Download করতে পারে না। যারা Download Link থেকে Download করতে পারতেছেন না, তারা নিচের নিয়মটি Follow করুন:
১.Link এ CLICK করুন,
২.তারপর 5 Second wait করুন,
৩.উপরে ডান পাশে skip ad click করুন ,
৪.Then click Download
৫. Download will be start.
আমার নিজের লেখা কিছু Helpful Tips আছে সেগুলো দেখতে চাইলে নিচের এই লিংকটি ব্যবহার করুন:
http://www.pchelplinebd.com/?author=1053





Helpful টিপস-মোবাইল ব্যবহারকারীরা না দেখলে চরম মিস করবেন।


আপনি নিজে নিজেই আপনার Banglalink &  Airtel নাম্বারে Recharge করতে পারবেন যদি আপনার একটি DBBL(Dutch Bangla Bank Ltd.) মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে DBBL মোবাইল ব্যাংকিং কি, কেন, কোথায় একাউন্ট খুলবেন ইত্যাদি তথ্য(PDF file)[Download Link:]. প্রথমে আপনি আপনার Airtel/Banglalink নাম্বার ব্যবহার করে DBBL মোবাইল ব্যাংকিং এর একটি একাউন্ট ওপেন করে নিন । একাউন্ট ওপেন করতে 100 টাকা লাগবে । 5 টাকা ফি হিসেবে কাটা যাবে 95 টাকা আপনার মোবাইল ব্যাংকিং এর একাউন্টে জমা হবে । 95 টাকা হতে আপনি  45 টাকা  Dutch Bangla ব্যাংকে বা এজেন্ট পয়েন্টে বা Dutch Bangla Bank  এর ‍ATM বুথ (এখানে উল্লেখ্য যে ‍ATM বুথ থেকে 100 টাকার নিচে উত্তোলন করা যায় না) হতে  উত্তোলন করতে পারবেন  অথবা  Banglalink &  Airtel নাম্বারে Recharge করতে পারবেন DBBL মোবাইল ব্যাংকিং এর একাউন্ট ওপেন করার পর আপনার মোবাইলে *322#send বাটনগুলো চাপুন তবেই পেয়ে যাবেন ব্যালেন্স Recharge করার অপশনটি এবং নির্দেশনা অনুসরন করে Recharge করুন । একাউন্ট পরিচালনার জন্য  Yearly কোন Charge দিতে হবে না এবং ‍ATM বুথ ব্যবহারের জন্যও কোন Charge দিতে হবে না।

Download Link থেকে অনেকেই Download করতে পারে না। যারা Download Link থেকে Download করতে পারতেছেন না, তারা নিচের নিয়মটি Follow করুন:
01.Link এ CLICK করুন,
02.তারপর 5 ‍Second wait করুন,
03.ডান পাশে skip ad click করুন ,
04.তারপর Click Download
05.Type the given word.
06.Then click Download
07. Download will be start.

ভাল লাগলে Comment করুন ।আল্লাহ হাফেজ ।




ছবিতে জ্বলছাপ দিন Mytoolsoft Watermark দিয়ে (২ মেগা)

খুব সহজেই যেকোন ছবি/ ফটোতে জ্বলছাপ দেতে Mytoolsoft Watermark  সফ্টওয়্যারটি অতুলনীয়।
এটা দিয়ে টেক্সট এর পাশাপাশি যেকোন ছবিকেও ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা যাবে।
ছবির যেকোন অংশে জ্বলছাপ দেওয়ার অপশন রয়েছে এটাতে। এবং আউটপুট লোকেশন ইচ্ছেমতো দিতে পারবেন।


এটা দিয়ে লেখাগুলো স্টাইল করে যেকোন এঙ্গেলে জ্বলছাপ দিতে পারবেন। এবং কাজও করবে দ্রুত।
যেসকল ফরমেট সাপর্ট করবে >> .bmp, .jpg, .jpeg, .gif, .png…..

ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?2lklj41ols1ox7z

এটা পোর্টেবল; তাই ইনষ্টল করার দরকার নাই। শুধু এক্সট্রাক্ট করেই ওপেন করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে; ;ভাল থাকবেন।




ইয়াহু মেসেঞ্জার থেকে ফ্রি কল করুন বিশ্বের যে কোন দেশে যে কোন মোবাইল বা ল্যান্ড লাইনে।

আচ্ছালামু আলাইকুম,
শুরুতেই বলে রাখি যাদের ধৈর্য্যধারন ক্ষমতাকম তারা এই কাজটি না করাই ভালো
বা আমার ব্লগটি ভিসিট করার দরকার নেই।
আমি প্রথমে বিশ্বাস করি নাই এই বিষয়টি এবং কাউকে বলতে ও চাইনাই আমি ২/৩ টা কল করে তারপর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
জানিনা কে সাকসেস আর কে আন সাকসেস হন।দয়াকরে বলি কেউ বাজে মন্তব্য বা বেড কমেন্ট করা থেকে বিরত থাকবেন।
আপনার যদি মন ছায় বা আপনি ইচ্ছুক ফ্রি কল করার জন্য তাহলে ধৈর্য্য নিয়ে এই কাজটি করতে হবে।
প্রথমে ইয়াহু মেসেঞ্জার লাগবে আপনাকে ফ্রি কল করতে হলে।
একবারে লেটেস্ট হলে ভালো হয়।
ইয়াহু মেসেঞ্জার ইন্সটল শেষে ইউজার আইডি দিয়ে লগইন করুন।
আপনার মাইক্রোফোন ও হেডসেট টি ঠিক আছে কিনা দেখে নিন।
কারন আপনার হেড সেট যদি ঠিক না থাকে তাহলে জিবনেও পারবেন না কল করতে সাথে আপনার সিস্টেম এর অডিও ছেক করে দেখবেন অডিও রেকর্ড করে।
+18003733411 এই নাম্বারটি ডায়াক করুন (বা কানেক্ট না হওয়া পর্যন্ত সেটা কতবারে হবে বা কখন হবে নির্ভর করবে নেট ওয়ার্ক এর উপর )  আপনি এবার ফ্রি কল অপারেটরে কানেক্ট হবেন যখন কানেক্ট হবে তখন আপনাকে ভিবিন্ন ধরনের অপার করবে আপনি এই গুলো শুনবেন এবং সব শেষে বলবে ফ্রি কল।অথ্যাৎ যখনি শুনবেন ফ্রি কল তখন আপনি ও আপনার মাইক্রোফোনে একটু জোরে ও পরিষ্কার ভাবে বলবেন ফ্রি কল (এখানে ২০/৩০ সেকেন্ড এর জন্য বিজ্ঞাপন দিতে পারে ) এবং বিজ্ঞাপন শেষে বলবে Please dial the phone number & country code  তার মানে আপনি লাইনটি পেয়ে গেছেন।
এবার ডায়ালপ্যাড খুলে ওখানে নাম্বার দিন  ( আর না পেলে এই ভাবে চেষ্টা করে জেতে হবে  বারে বারে  আমি ৩৫বার ট্রাই করে পেয়েছি মাএ ৩বার তবে একটা আইডিয়া পেলাম ও দেখলাম যখন নেট ওয়ার্ক ফ্রি থাকে তখন কল সংযোগ পেতে সহজ হয়।তাই আপনি ও ফ্রি সময়ে ট্রাই করবেন ) এবার কাংখিত দেশের নাম্বার দিয়ে শুরু করুন ফ্রিকল করা।ডায়াল করবেন এই ভাবে যদি বাংলাদেশে করেন তাহলে ৮৮ দিয়ে আর ইন্ডিয়া করলে ৯১ দিয়ে শুরু করবেন।উওর আমেরিকার জন্য সুরুতে ১ ডায়াল করবেন।একবার যদি কানেক্ট হয় তাহলে আনলিমিটেড কথা বলতে পারবেন আমি একটানা ৩ঘন্টা কথা বলেছি।
ব্লগটি আমি তাড়াহুড়ো করে লিখেছি রিপিট করে দেখিনাই কারন আমার ল্যাপটপে চার্জ এখন প্রায় শুন্যর কোঠায় তাই ভুল ভ্রান্তি হলে আমি দুঃখিত।
যে কোন কিছু ফ্রি তে পেতে হলে একটু খাঠুনি দিয়ে হ্য়,তাই যারা খাঠুনি দিতে
পারবেন তারাই সফল হবেন,যেমন আমি অসংখ্যাবার চেষ্টা করে সাকসেস হয়েছি
আমার আশা আপনারা ও সফল হবেন।
আল্লাহ্‌ হাফিজ।
এবার ছিএ গুলো দেখে নিন কি ভাবে কাজ করবেন।






HiDownload ম্যানেজার,এ ডাউনলোডে ভাল স্পিড পাওয়া যায়। ( কী-জেন সহ )

আচ্ছালামু আলাইকুম,
HiDownload একটি ডাউনলোড ম্যানেজার যে খুবই দরকারী যখন আপনি ওয়েব থেকে বা FTP সার্ভার থেকে বড় ফাইল ডাউনলোড করতে চান. প্রায় সমস্ত ব্রাউজারের একটি ডাউনলোড ম্যানেজার কোন না কোন  ধরণের রয়েছে কিন্তু তাদের অধিকাংশই একাধিক ভাগে বিভক্ত ফাইল এবং তাদের ডাউনলোড আলাদা আলাদাভাবে ভিবক্ত এবং ক্ষমতা খুবি কম।
এই অ্যাপ্লিকেশনের দ্বারা  আপনার ব্যান্ডউইথ অধিকাংশ করে তোলে যাতে উল্লেখযোগ্যভাবে আপনি আপনার ডাউনলোড স্পিড পান।
যদি আপনার  কম্পিউটার বন্ধ থাকে বা ডাউনলোড করবেননা  ডাউনলোড পরে পুনরায় শুরু করতে পারেন.( অথ্যাৎ রিসিউম ডাউনলোড ) সুবিদা পাবেন এতে।
এ ছাড়া আরো অনেককিছু আছে এতে আমি এখন ডাউনলোড করলাম এবং ইন্সটল শেষ করেই
আপনাদের সাথে শেয়ার করতে বসেছি।
আইডিএম এ,যাহা যাহা আছে আমার মনে হয় এতে তার ছেয়ে সামান্য কিছু অপশিন
বেশি দেখা জাচ্ছে,দেখা যাক আমি ও ব্যাবহার করে দেখি আর আপনারা ও দেখুন।
ফলাফল জানাতে ভুল করবেন না।
হাইডাউনলোড ম্যানেজার কে ডাউনলোড করার জন্য এখানে প্রেস করুন
রেজিস্ট্রেশন কী-জেন এর জন্য নিছে ক্লীক করুন।
এখানে প্রেস করুন। মিডিয়াফায়ার লিংক
এখানে প্রেস করুন। টু-শেয়ারেড লিংক
এখানে প্রেস করুন। ড্রপবক্স লিংক
আল্লাহ্‌ হাফিজ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন