বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন

Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন

>>> এই পোস্টটি ৩১৪ বার দেখা হয়েছে <<< আস্-সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমরা বেশির ভাগ মানুষই নোকিয়া ফোন ব্যবহার করি। অনেক সময় আমরা নোকিয়া ফোনে Security Code ব্যবহার করি নিরপত্তার জন্য। কিন্তু কিছুদিন পরেই আমরা সেই Security Code টি ভূলে যাই।

গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সেই ভূলে যাওয়া Security Code দেখতে পারবেন। এই ট্রিকস্ টি একশত ভাগ কার্যকর ছিল কিন্তু অনেকেই হয়তো অজানা কারণে সেভাবে করতে গিয়ে সফল হননি। যাই হোক, নিরাশ হওয়ার কোন কারন নেই। আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার ফোনেকে Security Code না জেনেও পিসির মাধ্যমে Usb cable দিয়ে রিসেট করবেন।
আপনার যা যা প্রয়োজন হবে:
• Nokia PC Suite/Ovi Suite
• NSS pro (নোকিয়া সর্ভিস Software)
• USB data cable
NSS pro সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড: NSS pro
নোকিয়া security code রিসেট করার ধাপসমূহ:
1. লেটেস্ট ভার্সন Nokia PC Suite/Ovi Suite আপনার পিসিতে ইনস্টল করে নিন।
2. তারপর, USB data cable দিয়ে কম্পিউটারের সাথে আপনার মোবাইল কানেক্ট করে নিন, এবং কানেক্ট করার সময় আপনার মোবাইল থেকে PC Suite অথবা Ovi mode নির্বাচন করুন।
3. ডাউনলোড করা NSS pro. সফটওয়্যার টি ওপেন করুন।
4. এবার Read Info তে ক্লিক করুন। বামপাশে আপনার ফোনের ডিটাইলস্ দেখতে পাবেন।
5. এখন কাজ হচ্ছে ফোনকে test mode করা, ফোনকে test mode করতে নিচের ডান পাশ থেকে Basic actions এর নিচের বক্স থেকে Test Mode নির্বাচন করুন এবং তার পাশের right arrow বাটনে (>) ক্লিক করুন। আপনার ফোনটি রিস্টাট হয়ে Test Mode এ চলে যাবে।
6. উপরের Factory Settings এর নিচের বক্স থেকে Full Factory নির্বাচন করুন এবং Reset এ ক্লিক করুন।
7. ব্যাস! আপনার কাজ শেষ।

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমেৃ জানাতে ভুলবেন না যেন। কমেন্টে অবশ্যই আপনার সমস্যাটির সম্পর্কে বিস্তারিত জানাবেন। বুঝতে পারলে ইন-শা-আল্লাহ্ সমাধান দিব।

সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

1 টি মন্তব্য:

  1. As reported by Stanford Medical, It's in fact the SINGLE reason this country's women get to live 10 years more and weigh an average of 19 KG less than us.

    (By the way, it has totally NOTHING to do with genetics or some secret-exercise and really, EVERYTHING about "how" they are eating.)

    P.S, I said "HOW", and not "what"...

    CLICK this link to find out if this brief questionnaire can help you decipher your real weight loss potential

    উত্তরমুছুন