সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৩

|| ভালবাসা দিবস স্পেশাল || প্রেমের স্থায়িত্বের বৈজ্ঞানিক রহস্য…


i48245150_16870_2
সবাইকে আগামী ১৩+১= ১৪ ই ফেব্রুয়ারীর একটি বিশেষ দিন, ভালবাসা দিবসের শুভেচ্ছা রইলো। আপনারা এই ক’দিন পাবেন ভালবাসা দিবস স্পেশাল পোস্ট সমূহ।আশা করি আপনাদের ভালো লাগবে।
পোস্ট: প্রেমের স্থায়িত্বের  বৈজ্ঞানিক রহস্য উন্মোচন
val16
একটি যুগলের প্রেম দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ নেবে কি না, তার ইঙ্গিত  মস্তিষ্কেই লুকিয়ে আছে।

===================================================================45
সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এ রকম কিছুসংখ্যক যুগলের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা এ কথা বলছেন। তাঁদের মস্তিষ্কে সংঘটিত ক্রিয়াকলাপের ধরন বিশ্লেষণ (স্ক্যান) করে তাঁদের সম্পর্কের এ ব্যাপারে সঠিক ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। যুগলের উভয়ের স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপে স্পষ্ট ধরা পড়ে পরস্পরের প্রতি অনুভূতি পরবর্তী তিন বছরএকসঙ্গে থাকার মতো যথেষ্ট গভীর কি না।
===================================================================
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনস্তত্ত্ববিদ্যা বিভাগের অধ্যাপক আর্থার অ্যারন বলেন, গবেষণায় অংশগ্রহণকারী ছয় জোড়া নারী-পুরুষের সবাই নিজ নিজ সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বছর খানেক ধরে প্রেম করছিলেন। বিজ্ঞানীরা দেখেছেন, যাদের প্রেম তখনো টিকে ছিল সঙ্গী বা সঙ্গিনীর কথা ভাবলে তাদের মস্তিষ্কের বিশেষ একটি অংশে বাড়তি মাত্রার তৎপরতা চলে, যা স্ক্যানে ধরে পড়ে। মস্তিষ্কের ওই অংশটি শারীরিক সৌন্দর্যের প্রতি সাড়া দেওয়ার কাজটি করে থাকে। পরস্পরের প্রতি আকর্ষণ বা উপহার পাওয়ার আকাঙ্ক্ষাও তৈরি হয় ওই নির্দিষ্ট অংশ থেকে। ওই সফল জুটির ক্ষেত্রে মোহ বা পুরস্কার কামনা করে মস্তিষ্কের এমন অংশে আবার তৎপরতা কম থাকে।
===================================================================val12
===================================================================
বিজ্ঞানীরা বলছেন, এ অংশের নিষ্ক্রিয়তার সঙ্গে সন্তুষ্টি ও পরিতৃপ্তির সম্পর্ক আছে। এদের মস্তিষ্কের আরেকটি বিশেষ অংশও কম সক্রিয় ছিল। বিজ্ঞানীরা বলছেন, ওই অংশটি কম সক্রিয় থাকলে মানুষ তাঁর সঙ্গী বা সঙ্গিনীর সমালোচনা বা খুঁত ধরা কম করে। তাঁরা বলছেন, সম্পর্ক টেকার রহস্য হয়তো এটাই।

( অবলম্বন- টেলিগ্রাফ ও প্রথম আলো )

===================================================================
সুতরাং, বৈজ্ঞানিক রহস্য তো জানলেন, এখন আগামী দিনে যেন ভালো সঙ্গী খুঁজে পান এটাই আমার কামনা থাকলো। না জানি আবার আপনার জীবনে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে। এ জন্য  ভালবাসা দিবসের জন্য ”Good Luck”
===================================================================


21
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

————আল্লাহ্‌ হাফেজ————
===================================================================

|| ভালবাসা দিবস স্পেশাল || শুধুমাত্র লাইলি-মজনুর জন্য কিছু প্রেম সংক্রান্ত উপহার।


i55810227_52979
সবাইকে আগামী ১৩+১= ১৪ ই ফেব্রুয়ারীর একটি বিশেষ দিন, ভালবাসা দিবসের শুভেচ্ছা রইলো। আপনারা এই ক’দিন পাবেন ভালবাসা দিবস স্পেশাল পোস্ট সমূহ।আশা করি আপনাদের ভালো লাগবে।

পোস্টঃ শুধুমাত্র লাইলি-মজনুর জন্য কিছু প্রেম সংক্রান্ত উপহার।

love-1









আজ পিসি হেল্পলাইন বিডি থেকে review হিসাবে ভালবাসার কিছু LINK শেয়ার করলাম। আশা করি সকলেই অনেক মজা পাইবেন!!!
===================================================================

আপনি কি কাউকে ভালবাসেন ? তাহলে দেখে নিতে পারেন আপনাদের দুজনের পারসেন্টেজ (love calculator)


আজ আপনাদের কাছে নিয়ে আসলাম ভালবাসার ক্যালকুলেটার। আপনি যদি কাউকে ভালবাসেন, তাহলে দেখে নিতে পারেন আপনাদের দুজনের পারসেন্টেজ।
লিংকঃ http://www.pchelplinebd.com/archives/5549
===================================================================

প্রেমের প্রতি আপনি কতটুকু দুর্বল বাংলাতে বলে শোনাবে  একটি বাংলাদেশী সফট্ওয়ার 21

যে কারও মনে কতটুকু ভালবাসা আছে তা বাংলা ভাষার মাধ্যমে আপনাকে বলে দেবে । তাছাড়া যারা অতি সহজে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারেন না কিংবা প্রেমের সম্পর্ক  বেশি দিন টিকিয়ে রাখতে পারে না,  কেন পারেন না কিসের জন্য পারেন না এই সফট্ওয়ারটি আপনাকে বলে দেবে ।
লিংকঃ http://www.pchelplinebd.com/archives/27234
===================================================================

ভালবাসার জন্য I LOVE YOU স্ক্রিন এ্যানিমেশনval43

তরুন বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দের তালিকায় থাকা I LOVE YOU বাক্যটি ও তার সাথে হৃদয় অংকিত আপনাদের সুপরিচিত HEART এর এ্যানিমেশন দিয়ে প্রস্তুত করা ডেস্কটপ স্ক্রিন শো। আপনি ইচ্ছে করলে আপনার পরিচিত বন্ধুদের গিফট হিসেবে পাঠিয়ে দিতে পারেন উপহার হিসেবে।
লিংকঃ http://www.pchelplinebd.com/archives/33193
===================================================================

সারপ্রাইজ গিফট পাঠিয়ে আপনার প্রেমিকাকে চমক দিন

ac18e4a00a47_1io1w8 (FILEminimizer)
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি সফটওয়্যার। হা বন্ধুরা সফটটির নাম Surprise Maker মাত্র ২.৬৩ মেগাবাইট। ডাউনলোড করে নিন। রার ফাইল এক্সট্রাক্ট করলে পেয়ে যাবেন সেটআপ ফাইল ও রেজিস্ট্রেশন এর জন্য কিগান, যা দিয়ে একে ফুল ভার্সন করে নিতে পারেন। হা আসল কথায় তো বলা হয়নি। কি করবেন এটা দিয়ে? হা বলছি। আপনি এটা দিয়ে আপনার ইন্টারনেট বন্ধুদের চমকে দিতে পারেন সারপ্রাইজ গিফট পাঠিয়ে।

[ যেহেতু, জাকির ভাইয়ের দেওয়া ডাউনলোড লিংক ডিলিট হইছে, এজন্য আমি নতুন ভার্সন এবং নতুন লিংক দিলাম ]
ডাউনলোড করার লিংকঃ http://www.mediafire.com/?67e7yi2ktt0bg9f
===================================================================


21
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

————আল্লাহ্‌ হাফেজ————
===================================================================